For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যান্ডারসন রায়ে 'অখুশি', আইসিসি-কে চিঠি দিল বিসিসিআই

Google Oneindia Bengali News

অ্য়ান্ডারসন রায়ে 'অখুশি', আইসিসি-কে চিঠি দিল বিসিসিআই
মুম্বই, ৫ অগস্ট : জেমস অ্যান্ডারসন ও রবীন্দ্র জাদেজা তর্জা ইস্যুতে অ্যান্ডারসনকে ক্লিনচিট দেওয়ায় অখুশি বোর্ড অফ কন্ট্রোল ফর ইন্ডিয়া (বিসিসিআই)। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে লিখিতভাবে এবিষয়ে অসন্তোষের কথা জানাল বিসিসিআই।

আরও পড়ুন : জাদেজাকে ধাক্কা-গালিগালাজ, ২ টেস্ট ম্যাচে নিষিদ্ধ হতে পারেন অ্যান্ডারসন

গত সপ্তাহে ৬ ঘন্টা ভিডিও কনফারেন্সের পর অ্যান্ডারসন এবং জাদেজাকে বেকসুর খালাস করে বিভাগীয় কমিশনাক। কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন অধিনায়ক ধোনি এবং বিসিসিআই কর্তারা। অ্যান্ডারসনের বিরুদ্ধে আইসিসি সাধারণ আচরণবিধির তৃতীয় পর্যায়ের লঙ্ঘনের অভিযোগ ছিল, যেখানে জাদেজার বিরুদ্ধে প্রথম পর্যায় লঙ্ঘনের অভিযোগ ছিল। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন চলাকালীন জাদেজাকে অশালীন মন্তব্য ও ধাক্কা দেন অ্যান্ডারসন।

বিসিসিআই-এর সচিব সঞ্জয় পটেল জানিয়েছেন, এই রায়ে আমরা সন্তুষ্ট নই, তা আইসিসিকে লিখিতভাবেই আমরা জানিয়েছি। এইক্ষেত্রে আমাদের আবেদন জানানোর অধিকার নেই। নিয়ম অনুযায়ী, এই রায়ের বিরুদ্ধে একমাত্র আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন আবেদন জানাতে পারবেন। ১০ আগস্ট পর্যন্ত রিচার্ডসনের কাছে সময় আছে ভেবে দেখার যে তিনি এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন কিনা।

English summary
BCCI writes to ICC, says 'not happy' with Anderson verdict
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X