For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রঞ্জি ফাইনালে বাংলা, দেখে নিন এই মরসুমে বাংলার ব্যাটসম্যান- বোলারদের পারফর্ম্যান্সের ঝলক

রঞ্জি ফাইনালে বাংলা, দেখে নিন এই মরসুমে বাংলার ব্যাটসম্যান- বোলারদের পারফরম্যান্সের ঝলক

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটককে ১৭৪ রান হারিয়ে ১৩ বছর পর রঞ্জি ফাইনালে উঠল বাংলা। প্রথম ইনিংসে অনুষ্টুপ মজুমদার ১৪৯ রানে অপরাজিত থাকেন। এই রানের সুবাদেই বাংলা চতুর্থ দিন পর্যন্ত লড়াই টেনে নিয়ে যায়।

প্রথম ইনিংসে ৬৭/৭ থেকে জয়

প্রথম ইনিংসে ৬৭/৭ থেকে জয়

একসময় ৬৭ রানে বাংলার ৭ উইকেট পরে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে টেলেন্ডারদের সঙ্গী করে অনুষ্টুপ দলকে প্রথম ইনিংসে ৩১২ রানে পৌঁছে দেন। দ্বিতীয় ইনিংসে বাংলা ১৬১ রানে অলআউট হলেও প্রথম ইনিংসে ১৯০ রানের লিড থাকায় কর্ণাটকদের দ্বিতীয় ইনিংসে ৩৫২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলা।

৩০ বছর পর বাংলার সামনে রঞ্জি জয়ের হাতছানি

৩০ বছর পর বাংলার সামনে রঞ্জি জয়ের হাতছানি

বলে দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমার ৬টি উইকেট নেন।ঈশান পোড়েল প্রথম ইনিংসে ৫টি নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নিয়েছেন। বোলারদের কাঁধে ভর করে কর্ণাটককে ১৭৪ রান হারিয়ে ১৩ বছর পর রঞ্জির ফাইনালে উঠল বঙ্গব্রিগেড। ৩০ বছর পর বাংলার সামনে রঞ্জি জয়ের হাতছানি।শেষবার বাংলা ১৯৮৯-৯০ সালে বাংলা রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল।

একনজরে রঞ্জি মরসুমে বাংলার হয়ে ব্যাটসম্যানদের পারফর্ম্যান্স

একনজরে রঞ্জি মরসুমে বাংলার হয়ে ব্যাটসম্যানদের পারফর্ম্যান্স

১) মনোজ তিওয়ারি- মনোজ চলতি মরসুমে ১০ ম্যাচ খেলে ৬৭২ রান করেছেন। সর্বোচ্চ ৩০৩*,নামের পাশে ১টি সেঞ্চুরি রয়েছে।

২) অনুষ্টুপ মজুমদার- ৭ ম্যাচ খেলে ৬৪১ পান। সর্বোচ্চ ১৫৭। সেঞ্চুরি সংখ্যা ২

৩) শাহবাজ আহমেদ-১০ ম্যাচ খেলে সংগ্রহ ৪৯৩ রান। সর্বোচ্চ ৮২, সেঞ্চুরি নেই।

৪) শ্রীবৎস গোস্বামী-১০ ম্যাচ খেলে সংগ্রহ ৪২১ রান, সর্বোচ্চ ৯৫ রান, সেঞ্চুরি সংখ্যা ০।

৫) অভিষেক রামন- ১০ ম্যাচে সংগ্রহ ৪০৬ রান। সর্বোচ্চ ১১২, সেঞ্চুরি সংখ্যা ২টি

একনজরে রঞ্জি মরসুমে বাংলার হয়ে বোলারদের পারফর্ম্যান্স

একনজরে রঞ্জি মরসুমে বাংলার হয়ে বোলারদের পারফর্ম্যান্স

১) শাহবাজ আহমেদ-১০ ম্যাচে ৩৬ উইকেট। সেরা ১১/১০১।
২) ঈশান পোড়েল- ৫ ম্যাচে ২২ উইকেট। সেরা ৯৭/৭।
৩)আকাশ দীপ- ৮ ম্যাচে ৩০ উইকেট। সেরা ১০৪/৭।
৪) মুকেশ কুমার- ৯ ম্যাচে ৩০ উইকেট।সেরা ১০৭/৮।
৫) অর্ণব নন্দী-৮ ম্যাচে সংগ্রহ ১৪ উইকেট। সেরা ৭৮/৫।

English summary
Bengal beat karnataka, reach ranji 2020 final: bengal batman and bowlers performance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X