For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থাবায়,এবার ক্রিকেট বিশ্বকাপ ২০২০ নিয়ে আশঙ্কা

করোনার গ্রাসে ক্রীড়জগৎ! বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে স্থগিত হচ্ছে একের পর এক ক্রীড়া টুর্নামেন্ট। চিন ছাড়িয়ে ইউরোপে সাম্প্রতিক সময়ে করোনার প্রভাব সবচেয়ে বেশি।

  • |
Google Oneindia Bengali News

করোনার গ্রাসে ক্রীড়জগৎ! বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে স্থগিত হচ্ছে একের পর এক ক্রীড়া টুর্নামেন্ট। চিন ছাড়িয়ে ইউরোপে সাম্প্রতিক সময়ে করোনার প্রভাব সবচেয়ে বেশি। ইউরোপের ১৭ টি দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে ইতালি। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে খেলার দুনিয়ায় মহাসংকট তৈরি হয়েছে। জুনে ইউরো কাপ, জুলাইয়ে অলিম্পিকের পর চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে ছেলেদের ক্রিকেটের টি-২০ বিশ্বকাপের আসর। হাইভোল্টেজ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন নিয়েও আশঙ্কা তৈরি হয়ে গেল।

অক্টোবরে বিশ্বকাপ, তবু আশঙ্কা থাকছেই

অক্টোবরে বিশ্বকাপ, তবু আশঙ্কা থাকছেই

চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। করোনায় বিশ্বজুড়ে একের পর এক টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় অশনিসংকেত দেখছে অস্ট্রেলিয়া। বিজ্ঞানীরা বলেছেন, করোনা যেভাবে বিশ্বকে গ্রাস করছে তাতে ভাইরাসের প্রকোপ থেকে সাময়িকভাবে নিস্তার পাওয়া গেলেও প্রভাব বেশ কিছু মাস থাকতে পারে। সেক্ষেত্রে সাবধানতা ভুললে চলবে না। টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এখন দেরি থাকলেও আশঙ্কা থেকেই যাচ্ছে।

কী জানাচ্ছে অস্ট্রেলিয়া

কী জানাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা মহামারী আকার ধারণ করলেও অস্ট্রেলিয়াতে নির্ধারিত সময়েই টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে বলে আশা রয়েছে। বিশ্বকাপ নিয়ে যা যা প্রস্তুতি নেওয়ার তা সঠিক সময়েই নেওয়া হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কেভিন রবার্ট জানিয়ে রেখেছেন। এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে পরিকল্পনায় কোনও পরিবর্তন নেই বলেই জানানো হয়েছে।

করোনা রুখে দিয়ে খেলা শুরুর প্রত্যাশায় বিশ্ব

করোনা রুখে দিয়ে খেলা শুরুর প্রত্যাশায় বিশ্ব

ক্রিকেট অস্ট্রেলিয়ার জনপ্রিয় এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রর্বাট আরও জানিয়েছেন, 'করোনার কারণে ক্রিকেট থেকে ফুটবল ও অনান্য খেলায় একের পর এক টুর্নামেন্ট স্থগিত হয়েছে। এমন একটা পরিস্থিতির মুখোমুখি পড়তে হবে এমন ইঙ্গিত ছিল না। এতে আন্তর্জাতিক ক্রীড়সূচি জোর ধাক্কা খেয়েছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হয়ে ফের সব ধরনের ক্রীড়াপ্রতিযোগিতা শুরু হবে বলে আশা করা যায়।'

বিশ্বকাপ শুরু কবে

বিশ্বকাপ শুরু কবে

ছেলেদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসরের প্রি কোয়ালিফায়ার্স পর্ব ১৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে। ১৮ থেকে ২৩ অক্টোবর এই পর্ব চলবে। এরপর ১২ দলকে নিয়ে ২৪ অক্টোবর থেকে মূল পর্বের ম্যাচ শুরু। ১৫ নভেম্বর মেলবোর্নে বিশ্বকাপ ফাইনাল। নভেম্বরে গ্যালারি ভর্তি মাঠের সামনেই ফাইনাল খেলা হবে বলে আশায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

করোনায় আটকে ক্রিকেট

করোনায় আটকে ক্রিকেট

ক্রিকেটে ভারত-দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচের ওডিআই, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৩ ম্যাচের ওডিআই ও আইপিএল টুর্নামেন্ট এই মুহূর্তে করোনার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।

English summary
Cricket Australia Planning to host T20 Cricket World Cup 2020 as per schedule despite Corona Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X