For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোট থেকে বাঁচতে দীপক চাহারের নতুন বছরের প্ল্যানিং কী

চোট থেকে বাঁচতে নতুন বছরে নতুন পরিকল্পনা সাজিয়ে ফেললেন ভারতীয় পেসার দীপক চাহার

  • |
Google Oneindia Bengali News

চোট থেকে বাঁচতে নতুন বছরে নতুন পরিকল্পনা সাজিয়ে ফেললেন ভারতীয় পেসার দীপক চাহার। দেশের হয়ে সীমিত ওভারে এখন অন্যতম সফল বোলার দীপক। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে নাগপুরে টি-টিয়োন্টি সিরিজের ফাইনালে হ্যাট্রটিক পেয়েছেন এই পেসার। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে খেললেও ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের পর চোটের কবলে পরেন। পিঠের নিচের অংশে চোট পাওয়ার পর পর এই মুহূর্তে বিশ্রামে দীপক।

চোট থেকে বাঁচতে দীপক চাহারের নতুন বছরের প্ল্যানিং কী

পরবর্তী সময়ে যাতে ফের চোটের কবলে না পড়েন, সেজন্য ম্যাচ খেলায় নিয়ন্ত্রণ আনতে চলেছেন দীপক।

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের প্রথম হ্যাটট্রিকম্যান দীপক বলেছেন, 'গত দুবছর ধরে অতিরিক্ত ম্যাচ খেলার কারণে পিঠের নিচে চোট লেগেছে। এবার চোট থেকে বাঁচতে তাই গুরুত্বপূর্ণ সিরিজগুলি নির্বাচন করে সেগুলোয় খেলব।নইলে আমার ক্রিকেটই হয়ত থমকে যাবে।'

চোট থেকে বাঁচতে দীপক চাহারের নতুন বছরের প্ল্যানিং কী

প্রঙ্গত চোট পাওয়ার কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে বছর শুরুর টি-টোয়েন্টি সিরিজে নেই দীপক। শুধু তাই নয়, অস্ট্রেলিয়া ও আসন্ন নিউজিল্যান্ড সফরেও চোটের কারণে সম্ভবত নেই দীপক। উল্লেখ্য ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জসপ্রীত বুমরাহের পাশাপাশি দীপক চাহার দলের অন্যতম সেরা বোলিং অস্ত্র। বিশ্বকাপকে ফোকাসে রেখেই এখন নিজেকে প্রস্তত করতে চান এই ডানহাতি।

English summary
Injury teaches Deepak Chahar to be selective about schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X