For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ড্রেসিংরুম থেকে জাতীয় নির্বাচককে বের করে দেওয়া হল

বিসিসিআই-র বিদায়ী জাতীয় নির্বাচক দেবাং গান্ধীকে রঞ্জি ম্যাচ চলাকালীন বাংলার ড্রেসিংরুম থেকে বের করে দেওয়া হল।

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআই-র বিদায়ী জাতীয় নির্বাচক দেবাং গান্ধীকে রঞ্জি ম্যাচ চলাকালীন বাংলার ড্রেসিংরুম থেকে বের করে দেওয়া হল। বাংলার অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তিওয়ারির অভিযোগের ভিত্তিতে দেবাং গান্ধীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন বিসিসিআই-র দুর্নীতি দমন আধিকারিক সৌমেন কর্মকার।

ইডেনে বাংলার ম্যাচ

ইডেনে বাংলার ম্যাচ

কলকাতার ইডেন গার্ডেন্সে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছে বাংলা। ম্যাচের প্রথম ইনিংসে আগে ব্যাট করে ২৮৯ রানে অল-আউট হয়ে যায় বাংলা। শতরান করেন ওপেনার অভিষেক রমন। ৪৬ রান করেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি।

ড্রেসিংরুমে জাতীয় নির্বাচক

ড্রেসিংরুমে জাতীয় নির্বাচক

সূত্র মারফত জানা গিয়েছে, ইডেন গার্ডেন্সে ম্যাচে বাংলার ড্রেসিংরুমে আচমকাই ঢুকে পড়েন দেশের ইস্ট জোন থেকে জাতীয় নির্বাচক হওয়া তথা এ রাজ্যেরই প্রাক্তন ক্রিকেটার দেবাং গান্ধী। দলের ফিজিও-র থেকে তিনি চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে শুরু করেন বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষুব্ধ হন বাংলা দলের অভিজ্ঞ ক্রিকেটার মনোজ তিওয়ারি। তিনি বিষয়টি বিসিসিআই-র দুর্নীতি দমন আধিকারিক সৌমেন কর্মকারকে জানান।

 সঙ্গে সঙ্গে পদক্ষেপ

সঙ্গে সঙ্গে পদক্ষেপ

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ করেন বিসিসিআই-র দুর্নীতি দমন আধিকারিক সৌমেন কর্মকার। বিদায়ী জাতীয় নির্বাচক দেবাং গান্ধীকে ওই ঘর থেকে কার্যত বের করে দেওয়া হয়।

নিয়ম নেই

নিয়ম নেই

বিসিসিআই-র দুর্নীতি দমন আধিকারিক সৌমেন কর্মকারের কথায়, জাতীয় নির্বাচক দেবাং গান্ধী যা করেছেন, তা নিয়ম বহির্ভূত। দলের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফ ছাড়া আর কারও ড্রেসিংরুমে ঢোকার অধিকার নেই বলে জানানো হয়েছে।

English summary
Devang Gandhi removed from Bengal dressing room
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X