For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ১২ বছর পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের অবসর, কে তিনি জেনে নিন

শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০০৭ সালে। ক্রিকেট প্রেমীদের মন থেকে প্রায় মুছে যাওয়া দীনেশ মোঙ্গিয়া অবশেষে অবসর নিলেন। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের এই প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান।

  • |
Google Oneindia Bengali News

শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০০৭ সালে। ক্রিকেট প্রেমীদের মন থেকে প্রায় মুছে যাওয়া দীনেশ মোঙ্গিয়া অবশেষে অবসর নিলেন। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের এই প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান।

শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার ১২ বছর পর প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের অবসর, কে তিনি জেনে নিন

১৯৯৫ সালে পাঞ্জাবের হয়ে অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে অভিষেক হয় ৪২ বছরের দীনেশ মোঙ্গিয়ার। ঘরোয়া ক্রিকেটে টানা ছয় বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্সের ফল পান চণ্ডীগড়ের এই প্রাক্তন ক্রিকেটার। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলে ডাক পান দীনেশ।

টিম ইন্ডিয়ার জার্সিতে ৫৭টি একদিনের ম্যাচে ২৭.৯৫-র গড়ে ১২৩০ রান করেছেন মোঙ্গিয়া। ২০০২ সালে গুয়াহাটিতে গ্র্যান্ট ও অ্যান্ডি ফ্লাওয়ারের জিম্বাবোয়ের বিরুদ্ধে তাঁর ১৫৯ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটের সম্পদ বলে ধরা হয়। টিম ইন্ডিয়ার হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেন দীনেশ মোঙ্গিয়া। ২০০৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০০২ সালে ইংল্যান্ডে ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্যও ছিলেন দীনেশ মোঙ্গিয়া।

১২১টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্য়াচ খেলেছেন মোঙ্গিয়া। ২১টি শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। ২০০৭ সালে পাঞ্জাবের হয়ে শেষবার ক্রিকেট মাঠে দেখা যায় ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানকে। বিসিসিআই-র নিষেধাজ্ঞার বিপরীতে গিয়ে ইন্ডিয়ান ক্রিকেট লিগে (বন্ধ হয়ে যাওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সমান্তরাল টি-টোয়েন্টি লিগ) অংশ নেওয়ায় মোঙ্গিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। তারপর ধীরে ধীরে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে মুছে যায় দীনেশ মোঙ্গিয়ার নাম।

English summary
Dinesh Mongia retires from cricket 12 years after his last international match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X