For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দেশের নির্বাচকদের অনুষ্কা শর্মার জন্য চা আনতে দেখেছি', বিস্ফোরক ফারুখ ইঞ্জিনিয়ার

'দেশের নির্বাচকদের অনুষ্কা শর্মার জন্য চা আনতে দেখেছি', বিস্ফোরক ফারুখ ইঞ্জিনিয়ার

  • |
Google Oneindia Bengali News

এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই নির্বাচন কমিটিকে 'মিকি মাউস কমিটি' বলে কটাক্ষ করেছেন ভারতের লেজেন্ডারি উইকেটরক্ষক ব্যাটসম্যান ফারুখ ইঞ্জিনিয়ার। একই সঙ্গে যাঁরা ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক, তাঁদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন ঠোটকাটা ফারুখ।

দেশের নির্বাচকদের অনুষ্কা শর্মার জন্য চা আনতে দেখেছি, বিস্ফোরক ফারুখ ইঞ্জিনায়ার

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ফারুখ ইঞ্জিনিয়ারের বক্তব্য, টিম ইন্ডিয়ার নির্বাচকদের পরিচয় কী! তাঁদের মধ্যে কয়েক জনকে তিনি চেননই না বলে দাবি করেছে ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ইঞ্জিনিয়ারের মতে, দেশের ক্রিকেট নির্বাচক তাঁকেই করা উচিত, যাঁর কম করে ১০ থেকে ১২টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু এমএসকে প্রসাদ নেতৃত্বাধীন বিসিসিআই-র বর্তমান নির্বাচক কমিটির সেই অভিজ্ঞতা নেই বলে দাবি ফারুখ ইঞ্জিনিয়ারের।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথায়, তিনি ইংল্যান্ডে ৫০ ওভারের বিশ্বকাপ দেখতে গিয়েছিলেন। সেই সময় এক ব্যক্তিকে তিনি ভারতীয় দলের ব্লেজার গায়ে চাপিয়ে স্টেডিয়ামে ঘুরতে দেখেন। সেই ব্যক্তি যে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক, তা তিনি পরে জানতে পারেন ফারুখ। অথচ তিনি ওই ব্যক্তিকে চেনেনই না বলেও দাবি করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান। ওই বিশ্বকাপেই এক নির্বাচককে, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার জন্য হাতে চা বহন করে নিয়ে যেতে দেখেছেন বলেও দাবি করেছেন ফারুখ ইঞ্জিনিয়ার।

উল্লেখ্য ১৯৬১ থেকে ১৯৭৬ পর্যন্ত ভারতের হয়ে ৪৬টি টেস্ট ও ৫টি একদিনের ম্যাচ খেলেছেন ফারুখ ইঞ্জিনিয়ার। অন্যদিকে তাঁরই উত্তরসূরি তথা ভারতের বর্তমান নির্বাচক প্রধান তথা দেশের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান এমএসকে প্রসাদ ভারতের হয়ে ৬টি টেস্ট ও ১৭টি ওয়ান ডে খেলেছেন। নির্বাচন কমিটির সদস্য দেবাং গান্ধী, শরণদীপ সিং, যতীন প্রাঞ্জপে, গগণ খোদা ভারতের হয়ে যথাক্রমে ৩টি টেস্ট-৪টি ওয়ান ডে, ৩টি টেস্ট-৫টি ওয়ান ডে, ৪টি ওয়ান ও ২টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।

ভারতের বর্তমান নির্বাচকদের যোগ্যতা নিয়ে আগেও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। আরও একবার একই প্রশ্ন তুললেন লেজেন্ড ফারুখ ইঞ্জিনিয়ার। তাঁর মতে, দিলীপ বেঙ্গসরকার গোছের কোনও প্রাক্তন ক্রিকেটারের দেশের নির্বাচক প্রধান হওয়া উচিত।

English summary
Ex-cricketer Farokh Engineer attacks Indian selection committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X