For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে শর্ট ফিল্ম ‘ডাল ভাত চোখা’ বানিয়ে তাক লাগিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার, দেখুন ভিডিও

করোনা লকডাউনে শর্ট ফিল্ম ‘ডাল ভাত চোখা’বানিয়ে তাক লাগিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনার করাল গ্রাসে বিশ্ব। প্রতিদিন দেশে করোনা সংক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এই পরিস্থিতিতে আতঙ্কের চেয়ে সতর্ক হওয়া বেশি জরুরি। এই বার্তা নিয়েই এবার করোনা লকডাউনের মাঝে শর্ট ফিল্ম বানিয়ে তাক লাগিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার।

স্বল্পদৈর্ঘ্যের সিনেমার নাম কী

করোনা ভাইরাসকে ঠেকাতে প্রয়োজন প্রত্যেকের বাড়িতে থাকা। কিন্তু তা সত্ত্বেও সরকারের নিয়ম অমান্য করে প্রতিদিনই বাজারে বেরিয়ে পড়ছেন মানুষ। এই পরিস্থিতি কমাতেই শর্ট ফিল্মে বার্তা দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া রাষ্ট্রমন্ত্রী লক্ষ্ণীরতন শুক্লা। সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেল স্বল্প দৈর্ঘ্যের ছবি 'ডাল ভাত চোখা'।

শর্ট ফিল্মে কারা অভিনয় করলেন

শর্ট ফিল্মে কারা অভিনয় করলেন

লকডাউনকে সমর্থন জানিয়ে ক্রিকেটারদের নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করার উদ্যোগ দেন লক্ষ্মীরতন। প্রাক্তন বাংলা অধিনায়কের নিজেই চিত্রনাট্যে লিখেছেন। লক্ষ্মীর শর্টফিল্মে বাংলার বর্তমান দলের মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারা অভিনয় করেন। এছাড়া বাংলার রঞ্জিজয়ী সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সৌরাশিস লাহিড়ীও অভিনয়ে করেছেন। করোনা সচেতনায় স্বল্প দৈর্ঘ্যের এই সিনেমায় বাংলা ব্যান্ড ভূমির সুরজিৎ চট্টোপাধ্যায়ও কাজ করেছেন।

লক্ষ্মীর বার্তা

প্রাক্তন বাংলা অধিনায়ক লক্ষ্মীরতন বলেছেন লকডাউন মানে কিন্তু ছোট ছোট অজুহাতে বাজার করতে যাওয়া নয়! সংকটের দিনে সতর্ক হওয়া সবার আগে প্রয়োজন। বাড়িতে থেকে ভাত, ডাল, আলুসেদ্ধ খেয়েই কয়েক দিন থাকার চেষ্টা করলে সেটাই বুদ্ধিমানের কাজ হবে।তাই এই স্বল্প দৈর্ঘ্যের ছবির নামও রাখা হয়েছে ডাল, ভাত, চোখা।

সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন

বাংলার প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন, 'অনেকেই লকডাউনকে একেবারে গ্রীষ্মের ছুটি হিসেবে দেখছে। নিয়মিত বাজার গিয়ে মাছ, মাংস কিনে আনছে।এখন তো ফূর্তি করার সময় নয়। আমরা কেন এত খাই খাই করব। নূন্যতম ভারত, ডাল, আলু হতেই তো দিন চালিয়ে দেওয়া যেতে পারে। স্বল্প দৈর্ঘ্যের সিনেমার মাধ্যমে সেটাই আমরা জানিয়েছি।'

English summary
Formar Cricketer laxmi ratan shukla made short film Dal Bhaat Chokha to raise awareness against coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X