For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্যানদের অনুরোধে নাচ শেখাতে মাঠে নামলেন ভারতীয় ক্রিকেটার! দেখুন ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল। শনিবার শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ লিগের শেষ ম্যাচটিও জিতে নিয়ে লিগ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে যায় হরমনপ্রীত কৌররা। তবে লিগ পর্যায়ের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারত। সেই ম্যাচে ভারতের জয় ছাড়াও শিরোনামে উঠে এসেছিল ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য জেমেইমা রডরিগেজের ডান্স স্টেপ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নিরাপত্তারক্ষীর সঙ্গে জেমেইমার নাচ

সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মত ভাইরাল হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড ম্যাচের আগে জেমেইমা রডরিগেজের ডান্স স্টেপ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের প্যাসেজে এক মহিলা নিরাপত্তারক্ষীর সঙ্গে দুর্দান্ত দক্ষতায় পা নাচিয়েছেন ভারতের মহিলা ক্রিকেটার। আইসিসি-র পোস্ট করা ওই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই ক্রিকেট ভক্তরা জেমেইমাকে নাচ শেখানোর আর্জি জানাতে থাকেন।

ফ্যানদের অনুরোধে ফের নাচ জেমেইমার

সেই আর্জি মানতেই শেষ পর্যন্ত নাচ শেখাতে ফের মাঠে নামেন জেমেইমা। আইসিসি নিজেদের ইনস্টাগ্রামে সেই ডান্স ক্লাসের ভিডিও পোস্ট করে। তাতে দেখা যায় কয়েকজন খুদে অস্ট্রেলিয়ানকে বিলউড স্টেপস শেখাচ্ছেন জেমেইমা। সদ্য মুক্তি পাওয়া কার্তিক আরিয়াণ অভিনীত 'লাভ আজ কাল ২' সিনেমার গানে নাচতে দেখা যায় জেমেইমাকে।

জেমেইমার ভিডিও শেয়ার করেন কার্তিক

এদিকে ভিডিও সামনে আসতেই সেটি শেয়ার করেন অভিনেতা কার্তিক। পাশাপাশি তিনি জানান, জেমেইমা তাঁর অন্যতম প্রিয় ক্রিকেটার। এছাড়া জেমেইমাকে বিশ্বকাপ ট্রফিটি ভারতে নিয়ে আসতেও বলেন কার্তিক।

রডরিগেজের ডান্স স্টেপে মুগ্ধ সবাই

রডরিগেজের ডান্স স্টেপে মুগ্ধ সবাই

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মহিলা দলের পারফরম্যান্সে ঠিক যতটা মুগ্ধ ক্রিকেট বিশ্ব, ঠিক ততটাই নজর কেড়েছে বলিউড গানের সঙ্গে ভারতের মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য জেমেইমা রডরিগেজের ডান্স স্টেপ।

লিগ শীর্ষে থেকে সেমিফাইনালে ভারত

লিগ শীর্ষে থেকে সেমিফাইনালে ভারত

এদিকে আজ শ্রীলঙ্কাকে হারিয়ে পর পর চারটে জয় ভারতের মেয়েদের পৌঁছে দিল সেমিফাইনালে। ব্যাট হাত এদিনও ভারতকে জয়ের কাছে পৌঁছে দিয়েছেন ১৬ বছরের ওপেনার শাফালি ভর্মা। প্রথমে ব্যাট করতে নেম ২০ ওভারে ১১৩-৯-এ শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। জবাবে ১৪.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১৫ রানে অপরাজিত ছিলেন জেমেইমা। এদিন ৩৪ বলে শাফালির ব্যাট থেকে আসে ৪৭ রান।

English summary
icc video goes viral jemimah rodrigues teaches dance to australian fans after winning match against sri lanka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X