For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগের মাঝে ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর! ২০২১ সালে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন ভারতের

করোনা উদ্বেগের মাঝে ক্রিকেট ফ্যানেদের জন্য সুখবর! ২০২১ সালে বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন ভারতের

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা উদ্বেগ! প্রতিদিন লাফিয়ে লাফিয়ে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে স্তব্ধ জনজীবন। বন্ধ যোগাযোগ। খেলার দুনিয়াও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। গৃহবন্দি বিশ্ববাসী। কঠিন রোগের এই বিশ্ব মহামারীর মাঝে ক্রিকেট ফ্যানেদের জন্য খুশির খবর নিয়ে হাজির ভারতীয় ক্রিকেট দল।

 করোনা আতঙ্কের মধ্যেই সুখবর

করোনা আতঙ্কের মধ্যেই সুখবর

ঘরবন্দি ভারতবাসীর কাছে সুখবর নিয়ে এল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০২১ সালে ৫০ ওভারের মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। সেই বিশ্বকাপে, সরাসরি যোগ্যতা অর্জন করে নিল হারমানপ্রীত কৌররা।

কবে শুরু টুর্নামেন্ট

কবে শুরু টুর্নামেন্ট

২০২১ সালের ৬ ফেব্রুয়ারি থেকে মেয়েদের পঞ্চাশ ওভারের এই ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে।

আসন্ন মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায়

আসন্ন মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোথায়

পরের বছর মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের মেগা আসরটি নিউ জিল্যান্ডের মাটিতে বসতে চলেছে।

কোন পথে বিশ্বকাপে সরাসরি সুযোগ ভারতের

আয়োজক দেশ হওয়ার কারণে নিউজিল্যান্ড ২০২১ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। চলতি বছরে জুলাইয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তার ভবিষ্যত এখন অন্ধকারে। করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে এখন দীর্ঘমেয়াদি লকডাউন চলছে। বিশ্ব কবে করোনা থেকে মুক্তি পাবে, সেই ছবিটা কোনওভাবেই পরিষ্কার নয়, ফলে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ নিয়ে অনেক অনিশ্চয়তা রয়েছে। ভারত ও পকিস্তানের মেয়েদের সিরিজ আগেই বাতিল হয়েছিল। আইসিসির টেকনিক্যাল কমিটি এবার দুদলকে পয়েন্ট ভাগ করে দিল। আর তাতেই ২০২১ সালে হতে যাওয়া মেয়েদের বিশ্বকাপের টিকেট পেয়ে গেল ভারত।

 অন্য কোন দেশ সরাসরি বিশ্বকাপে

অন্য কোন দেশ সরাসরি বিশ্বকাপে

ভারত-পাকিস্তানের মধ্য গত বছর এই সিরিজ ছিল। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে এই সিরিজ মাঠে গড়ায়নি। বাতিল হয়ে যাওয়া সেই সিরিজের পয়েন্ট এবার দুই দলের মধ্যে ভাগ হয়েছে।

ভারত-পাকিস্তান সিরিজের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা ও নিউ জিল্যান্ডের সিরিজ করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেছে। তিনটি সিরিজের ক্ষেত্রেই দলগুলিকে পয়েন্ট ভাগ করে দেওয়ার কথা আইসিসি বুধবার জানিয়েছে।

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে ২০১৭-২০২০ সংস্করণে মধ্যে আট দল একে অপরের সঙ্গে একটি করে তিন ম্যাচের সিরিজ খেলার সূচি ছিল। সেখান থেকেই বিশ্বকাপের আয়োজক নিউ জিল্যান্ড ও চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সরাসরি আগামী বছর আট দলের বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে।

নিয়মানুযায়ী অস্ট্রেলিয়া (৩৭), ইংল্যান্ড (২৯), দক্ষিণ আফ্রিকা (২৫) ও এখন ভারত (২৩) সেরা চার দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিল। আয়োজক হিসেবে আগেই বিশ্বকাপের টিকিট পেয়েছে নিউজিল্যান্ড।

English summary
India qualify for Women's World Cup 2021 after ICC share points for cancelled ind vs pak series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X