For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলের হেডস্যার হতে আগ্রহী নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই ভারতীয় দলের জন্য নতুন কোচ বাছাইয়ে উদ্যোগ নিয়েছে বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হলেই কোহলিদের হেড কোচ রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের মেয়াদ শেষ হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

কোহলিদের হেডস্যার হতে চেয়ে এবার আবেদন করতে চলেছেন নিউজিল্যান্ডকে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে তোলা কিউয়ি কোচ মাইক হেসন।

ভারতীয় দলের হেডস্যার হতে আগ্রহী নিউজিল্যান্ডকে বিশ্বকাপ ফাইনালে তোলা কোচ

ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই ভারতীয় দলের জন্য নতুন কোচ বাছাইয়ে উদ্যোগ নিয়েছে বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হলেই কোহলিদের হেড কোচ রবি শাস্ত্রী ও সাপোর্ট স্টাফদের মেয়াদ শেষ হচ্ছে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা সফর থেকেই নতুন কোচের সঙ্গে কাজ শুরু করে দেবেন কোহলি-রোহিতরা।

বেশ কিছু হেভিওয়েট কোচের নাম এবার আলোচনায় রয়েছে। ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়া কোচ ট্রেভর বেইলিস, সানরাইজার্সের প্রাক্তন কোচ টম মুডি, মুম্বই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়বর্ধনে, গ্যারি কার্স্টেনদের নাম ঘোরাফেরা করছে। এবার কোচ হওয়ার দৌড়ে প্রাক্তন কিউয়ি কোচ মাইক হেসনের নাম জুড়ে যেতে চলেছে।

২০১২-২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের কোচের দায়িত্বে ছিলেন হেসন। ৬ বছর ধরে নিউজিল্যান্ড দলকে কোচিং করানোর পর ২০১৮ সালে দায়িত্ব থেকে সরে আসেন। প্রসঙ্গত হেসনই নিউজিল্যান্ডের সবচেয়ে বেশি সময় থাকা কোচ। এবার কোহলিদের কোচ হওয়ার জন্য় আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এখানেই শেষ নয় আইপিএলেও কোচিং করার অভিজ্ঞতা রয়েছে মাইকের। আইপিএলে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পঞ্জাবকে কোচিং করিয়েছেন হেসন।

English summary
India's head coach selection: Former New Zealand coach Mike Hesson set to apply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X