For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধাওয়ানের ব্যাটের জাদুতে কিউয়িদের ছোট টার্গেট সহজেই পার ভারতের

কিউয়িদের ব্যাটে-বলে পর্যুদস্ত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

  • |
Google Oneindia Bengali News

মাত্র ১৫৮ রানের টার্গেট ছিল প্রথম একদিনের ম্যাচে। নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে গিয়েছিল। অধিনায়ক কেন উইলিয়ামসন ঘরের মাঠে ভারতকে প্রবল প্রতিদ্বন্দ্বিতায় ফেলবেন বলেই আন্দাজ করা হয়েছিল। তবে ফল হল উল্টো। কিউয়িদের ব্যাটে-বলে পর্যুদস্ত করে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

ধাওয়ানের ব্যাটের জাদুতে কিউয়িদের ছোট টার্গেট সহজেই পার ভারতের

এদিন কিউয়িদের সহজ লক্ষ্য তাড়া করে ভারত ৮ উইকেটে জয় পেয়েছে। মাত্র ৩৪.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে গিয়েছে। ভারতের হয়ে শিখর ধাওয়ান অপরাজিত ৭৫ রান ও বিরাট কোহলি ৪৫ রান করেন। রোহিত শর্মা (১১) এদিন রান না পেলেও অম্বাতি রায়াডু ১৩ রানে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের এদিন মাথা তুলে দাঁড়াতে দেননি মহম্মদ শামি। টেস্ট সিরিজে দারুণ বোলিং করার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচেও ভালো বেলিং করেন তিনি। এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দারুণ শুরু করলেন। মাত্র ১৯ রান দিনে শামি নেন ৩ উইকেট।

এর পাশাপাশি ফের একবার স্পিন অস্ত্রে কুপোকাত হল কিউয়িরা। সাতটি উইকেট নিলেন স্পিনাররা। কুলদীপ যাদব ফের মুগ্ধ করলেন। ৩৯ রানে ৪টি উইকেট নিলেন তিনি। এছাড়া যুজবেন্দ্র চাহাল ৪৩ রানে ২ উইকেট নেন। কেদার যাদব ১৭ রান দিয়ে ১টি উইকেট নেন।

নিউজিল্যান্ডের হয়ে একমাত্র কেন উইলিয়ামসন (৬৪ রান) ছাড়া কেউ ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। এছাড়া রস টেলর ২৪ রান করেন। বাকী টপ অর্ডার ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

English summary
India vs New Zealand : Team Virat Kohli defeats kiwis with big margin in 1st ODI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X