For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল-এর মুখেই জোর ধাক্কা খেল কেকেআর! চোট পেয়ে ছিটকে গেলেন দুই তরুণ তারকা

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮-এর ভারতীয় দলে খেলা কেকেআর-এর দুই তরুণ খেলোয়াড় চোটের কারণে আইপিএল ২০১৯-এর পুরো মরসুম থেকেই ছিটকে গেলেন।

Google Oneindia Bengali News

তাঁরা দুজনেই ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০১৮'এর চ্যাম্পিয় দলের সদস্য। আইপিএল-এ দুই তরুণ তারকাই খেলেন কলকাতা নাইট রাইডার্স দলে। বৃহস্পতিবার একই দিনে চোট পেয়ে আইপিএল ২০১৯ পুরো মরসুমের জন্যই ছিটকে গেলেন কেকেআর-এর দুই তরুণ তারকা কমলেশ নাগরকোটি ও শিবম মাভি। তাঁদের বদলে দলে নেওয়া হয়েছে কেরলের জোরে বোলার সন্দীপ বারিয়ারকে।

চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন দুই কেকেআর তারকা

দুজনের মধ্যে সবচেয়ে হতভাগ্য কমলেশ নাগরকোটি। গত বছরও ঠিক আইপিএল-এর মুখেই পায়ে চোট পেয়ে গোটা আইপিএল-এ খেলতে পারেননি তিনি। এইবার তাঁর চোট ঠিক কোথায় এবং কতটা গুরুতর তা এখনও জানা না গেলেও তিনি যে একটি ম্যাচও খেলতে পারবেন না, তা নিশ্চিতভাবে জানা গিয়েছে।

অপরদিকে শিবম মাভি গত আইপিএল মরসুমে কেকেআর-এর জার্সিতে ৯টি ম্য়াচ খেলে ৫টি উইকেট নিয়েছিলেন। তবে উত্তরপ্রদেশের জোরে বোলারটি অনেক রান দিয়েছিলেন। অতিরিক্ত চাপ পড়ে তাঁর পিঠের হাড়ে চিড় ধরেছে বলে জানা গিয়েছে।

এই বছর কেকেআর-এর প্রথম একাদশে দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার কথা ছিল। এই জোড়া ধাক্কায় এমনিতেই ছোট স্কোয়াড নিয়ে খেলা কেকেআর-এর পরিকল্পনা যে জোর ধাক্কা খেল তা বলাই বাহুল্য। এঁদের বদেল আসা সমন্দীপ বারিয়ার এইবার জাতীয় টি২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ওভার প্রতি ৫.৮১ রান দিয়ে ৬ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন। আইপিএল-এ কোনও ম্যাচে এখনও না খেললেও ২০১৩-১৫, তিন বছর তিনি আরসিবি দলে ছিলেন।

আগামী ২৩ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মোকাবিলা দিয়ে শুরু হচ্ছে দ্বাদশ আইপিএল। আর কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করছে তার পরের দিনই ঘরের মাঠে, গত বারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

English summary
2 KKR youngstars from India U-19 World Cup 2018 squad have been ruled out of the entire season of IPL 2019, due to their respective injuries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X