For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, কেমন হল নাইট রাইডার্সের দল - দেখে নিন খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা

দেখে নেওয়া যাক আইপিএল ২০১৯ মরসুমে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা। 

Google Oneindia Bengali News

আগামী ২৩ মার্চ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মোকাবিলা দিয়ে শুরু হচ্ছে দ্বাদশ আইপিএল। আর কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করছে তার পরের দিনই ঘরের মাঠে, গত বারের রানার্স-আপ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

আইপিএল ২০১৯, কেমন হল নাইট রাইডার্সের দল

গত ডিসেম্বরে জয়পুরে আইপিএল-এর নিলামে দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন কেকেআর মোটামুটি চুপচাপই ছিল। তবে শেষের দিকে এসে কয়েকজন ক্রিকেটারকে নিলামে কিনেছে কলকাতার দলটি। বিদেশীদের মধ্যে ৫কোটি টাকা দিয়ে কার্লোস ব্রেথওয়েট ও ১.৬০ কোটি টাকা দিয়ে জোরে বোলার ফার্গুসনকে কিনেছে কেকেআর। এছাড়া বেশ কিছু ভারতীয় ক্রিকেটার কিনেছে।

নিলামে কেকেআর - কার্লোস ব্রেথওয়েট - ৫ কোটি, লোকি ফার্গুসন - ১.৬০ কোটি, আনরিখ নর্তজে - ২০ লক্ষ, নিখিল নায়েক - ২০ লক্ষ, হ্যারি গার্নি - ৭৫ লক্ষ, পৃথ্বী রাজ ইয়ারা - ২০ লক্ষ, জো ডেনলি - ১ কোটি, শ্রীকান্ত মুন্ধে - ২০ লক্ষ

তবে মূলত গতবারের দলকেই ধরে রাখা হয়েছে। ট্রান্সফার উইন্ডোতেও কাউকে দলে নেয়নি। গতবার যাঁরা ভাল পারফর্ম করেছিলেন তাঁদের উপরই ভরসা রেখেছে বেগুনী-সোনালী জার্সি। গতবার গোটা মরসুমের জন্য ছিটকে গিয়েছিলেন তরুণ জোরে বোলার কমলেশ নাগরাকোটি। এবার তিনি নিজের জাত চেনাতে মুখিয়ে থাকবেন। এছাড়া থাকছেন জোরে বোলার জুটি শিবম মাভি ও প্রসিদ্ধ কৃষ্ণও।

যাঁদের ধরে রাখা হয়েছে - দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শুভমান গিল, প্রসিদ্ধ কৃষ্ণ, শিবম মাভি, নীতিশ রানা, কমলেশ নাগরাকোটি, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, পিযুষ চাওলা।

কেকেআর -এর সূচী (প্রথম দুই সপ্তাহের)

২৪ মার্চ - সানরাইজার্স হায়দরাবাদ - কলকাতা
২৭ মার্চ - কিংস ইলেভেন পাঞ্জাব - কলকাতা
৩০ মার্চ - দিল্লি ক্যাপিটাল্স - দিল্লি
৫ এপ্রিল - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - বেঙ্গালুরু

English summary
Here is the entire list of players who will be playing for the Kolkata Knight Riders this in IPL 2019 season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X