For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ৭ : ঘরের মাঠে চেন্নাইকে আড়ং ধোলাই কলকাতার

Google Oneindia Bengali News

আইপিএল : ঘরের মাঠে চেন্নাইকে আড়ং ধোলাই কলকাতার
কলকাতা, ২১ মে : করব লড়ব জিতব রে....!

মাঠে তখন একটাই আওয়াজ। বাড়ির মাঠে তখন জয়ের থেকে মাত্র কয়েক কদম দূরে কলকাতা নাইট রাইডার। কয়ক মুহূর্তের মধ্যেই স্কোর বোর্ডে ভেসে উঠল 'কেকেআর ওয়ন'। বিপক্ষ চেন্নাই সুপার কিংকে হেলায় হারিয়ে আইপিএল এই নিয়ে টানা পঞ্চমবার জয়ী হল কেকেআর। এদিন ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে আইপিএল চার্টে চার নম্বরে উঠে আসে কেকেআর।

চেন্নাই সুপার কিংস
শুরুটা ততটা ভাল হয়নি চেন্নাইয়ের। সুরেশ রায়নার দ্বিতীয় অর্ধ শতক দলকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল কলকাতার বিরুদ্ধে। স্পিনারদের উফর তো একরকম অত্যাচারই চালিয়েছেন রায়না। ৫ টা ছক্কা ও ৩টি চার সহযোগে ৬৫ বলে ৫১ রান করেন সুরেশ। তৃতীয় উইকেটে ফাফ দু প্লেসিস-এ সঙ্গে জুটি বেধে ৩৬ বলে ৬২ রান যোগ করেন রায়না।

প্রথম ১০ ওভারে মাত্র ৫৯ রান সংগ্রহ করে চেন্নাই। সঠিক সময়ে নারিনের বলে ব্র্যান্ডেন ম্যাককুলামের আউটটা এই ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে গিয়েছে। এরপরেই রায়না এসে স্পিনারদের এমন মারতে শুরু করেন যে শেষমেশ কলকাতা অধিনায়ক গম্ভীর স্পিনার সরিয়ে ফের পেসার আনতে বাধ্য হন। যাদব এবং সাকিব এর পরে বল করেন। ২০ ওভারের শেষে চেন্নাই ৪ উইকেট খুইয়ে ১৫৪ রান সংগ্রহ করে।

কলকাতা নাইট রাইডার্স
এদিনকে চেন্নাইয়ের বিপক্ষে আরও একবার জ্বলে উঠেছিলেন রবিন উত্থাপা। ১০টি চার ও একটি ৬ মেরে মাত্র ৩৯ বলে ৬৭ রান করেন উত্থাপা। তবে ম্যাচের টার্নিং পয়েন্ট ৬ রানে অশ্বিনের উত্থাপার ক্যাচ ফসকানো। উত্থাপা এখন ভাল ফর্মে রয়েছএন। একটা লাইফলাইন পেতেই তার সদ্ব্যবহার করলেন তিনি। ওই ক্যাচটি অশ্বিন নিতে পারলে হয়তো ম্যাচের পাল্লা চেন্নাইয়ের দিকেই ঝুলত।

কভার দিয়ে কয়েকটি অনবদ্য সট এদিন নিয়েছেন উত্থাপা। ধোনির আটোসাটো ফিল্ডিং সাজানোর পরও ঠিক ফাঁক খোঁকড় খুঁজে বলকে বাউন্ডারির ওপারে পাঠাচ্ছিলেন উত্থাপা। এদিকে উত্থাপাকে যোগ্য সঙ্গত দিয়ে যাচ্ছিলেন অধিনায়ক গম্ভীর। সিঙ্গলস নিয়ে বারে বারে রবিন উত্থাপাকে স্ট্রাইক দিচ্ছিলেন। ঠান্ডার মাথার গম্ভীর খেললেও সপ্তম ওভারে ব্যাটের কানায় লেগে স্টাম্প ছিটরে যায় গম্ভীরের। ২০ বলে ২১ রান করেন গম্ভীর।

গম্ভীর আউট হওয়ার পর মনীশ পান্ডের সঙ্গে জুটি বেধে খেলা এগিয়ে নিয়ে যান উত্থাপা। পান্ডে ২৮ বলে ১৮ রান করেন। এর পরে সকিব আল হাসান ব্যাট করতে এসে আক্রমণাত্মক ব্যাটিং করেন। উত্থাপার পাশাপাশি সাকিবের দুরন্ত ৬টি চার এবং ২টি ৬ চেন্নাইয়ের জয়ের স্বপ্ন ভেঙে চুরমান করে দেয়। তবে এদিনে জয়ের কারিগর উত্থাপাই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।

English summary
IPL7 : KKR crush CSK at home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X