For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, বড় ইস্যু 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট' - কী পরিকল্পনা নাইট রাইডার্স-এর

কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, আইপিএল ফাইনাল এবং বিশ্বকাপে ভারতের প্রথম খেলার মধ্যে পর্যাপ্ত সময় আছে, তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রশ্ন উঠবে না।

  • |
Google Oneindia Bengali News

আইপিএল-এর পরই রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। তাই আইপিএল-এ ভারতের বিশ্বকাপের দলের খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দেওযা হতে পারে বোর্ডের পক্ষ থেকে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স-এর সিইও ভেঙ্কি মাইসোরের মতে আইপিএল আর বিশ্বকাপের মধ্যে পর্যাপ্ত সময় রয়েছে। কাজেই এই বিষয়টি আদৌ সমস্যা হয়ে উঠবে না।

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট - কী ভাবছে কেকেআর

দিন কয়েক আগেই জাতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, যাতে ভারতের বিশ্বকাপের দলের সম্ভাব্য খেলোয়াড়দের উপর বেশি চাপ না পড়ে তার জন্য বোর্ডের তরফ থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে নির্দেশিকা পাঠানো হবে। কিন্তু এরকম কোনও নির্দেশিকা এখনও তাদের হাতে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন ভেঙ্কি।

তবে তিনি মনে করেন এই বিষয়টি আদৌ আলোচনাতেই আসবে না। কারণ আইপিএল শেষ হবে ১২ মে। আর ভারতে প্রথম ম্যাচ ৫ জুন। কাজেই মাঝে ৩ সপ্তাহের মতো সময় আছে চোট আঘাত কাটিয়ে ওঠার। তবে বিসিসিআই যদি এরকতম নির্দেশিকা পাঠায় তাহলে কেকেআর তা মানবে কিনা সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি তিনি। শুধু বলেছেন, ক্রিকেটাররা মনে করেন, নেটে অনুশীলনের চেয়ে ম্য়াচ খেলা ভাল।

কেকেআর-এর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তরুণ চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব বিশ্বকাপে যাবেনই। সেই সঙ্গে অধিনায় দীনেশ কার্তিকও রয়েছেন বিশ্বকাপের দৌড়ে।

তিনি এদিন ইঙ্গিত দিয়েছেন ১২-১৩ মার্চ নাগাদ কেকেআর-এর আইপিএল-এর জন্য শিবির শুরু করতে পারে। তবে বিভিন্ন ক্রিকেটারের বিভিন্ন আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট রয়েছে। কাজেই সবাই একসঙ্গে হাজির নাও থাকতে পারেন। এইবার লোকসভার জন্য অনেক হোম ম্যাচই ইডেন ছেড়ে নিরপেক্ষ কোনও মাঠে খেলতে হতে পারে। তাতে কেকেআর-এর অসুবিধা নেই জানিয়েও তিনি আশা করেছেন, সব হোম ম্যাচ তারা ইডেনেই খেলার সুযোগ পাবেন।

English summary
KKR CEO Venky Mysore said there is enough gap between IPL final and India's first World Cup game, so workload management may not arise.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X