For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিলেন বীরেন্দ্র সহবাগ

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২০ অক্টোবর : গতকাল রাত থেকেই তাঁর ক্রিকেট জীবনের অবসর নিয়ে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নেওয়ার কথা আজ, মঙ্গলবার নিজেই ঘোষণা করলেন ভারতের জনপ্রিয় খেলোয়াড় বীরেন্দ্র সহবাগ।

আজ, নিজের ৩৭ তম জন্মদিন পালন করছেন সহবাগ। নিজের অবসরের খবর ঘোষণা করার জন্য বেছে সহবাগ বেছে নিলেন মাইক্রোব্লগিং সাইট টুইটারকে। তিনি জানিয়ে দেন আজ থেকেই আন্তর্জাতিক ক্রিকেট টি ২০ টুর্নামেন্ট-আইপিএলকে বিদায় জানাচ্ছেন তিনি। ২০১৩ সালের মার্চ মাসে হায়দ্রাবাদে অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচই তার শেষ খেলা।

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিলেন বীরেন্দ্র সহবাগ

টুইারে অবসরের কথা জানিয়ে সহবাগ বলেন, "আমার অবসরের জল্পনা গতকালই শুরু হয়েছিল। যদিও আমি সবসময় সেটাই করেছি যা করা উচিত বলে মনে করেছি, ভগবানের অশেষ কৃপা যে আমি যা চেয়েছি তা করতে পেরেছি, তা খেলার মাঠেই হোক বা নিজের জীবনে। কিছুদিন আগেই ঠিক করেছিলাম আমার ৩৭ তম জন্মদিনেই অবসর গ্রহণ করব।"

"আর সেই কারণেই যখন আমি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি, তখন জানিয়ে দিচ্ছি যে কোনও ধরণের আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে আমার অবসর নেওয়ার কথা।"

১৯৯৯ সালে মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল সহবাগের। যিনি ১০৪টি টেস্ট খেলেছেন, ২৫১টি একদিনের ম্যাচ এবং ১৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সহবাগের ১৭০০০-এর চেয়ে বেশি রান রয়েছে। যার মধ্যে ৩৮টি শতরানও রয়েছে।

ক্রিকেটের মাঠে মারকুটে ব্যাটিংকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সহবাগ। এই সাহসী ব্যাটসম্যানের নীতি ছিল বল দেখ, বল খেল। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন সহবাগ।

এবছর রঞ্জি ট্রফি খেলা শুরু করার আগে সহবাগ দিল্লি ছেড়ে হরিয়ানা গিয়ে থাকতে শুরু করেন। হয়তো রঞ্জি খেলাতে এখনই দাঁড়ি টানছেন না সহবাগ। গতকালই দুবাইয়ে মাস্টারস চ্যাম্পিয়নস লিগ বা এমসিএল-এ নাম লিখিয়েছেন সহবাগ, যেখানে অবসর গ্রহণ না করলে খেলা যায় না।

English summary

 It's official now: Virender Sehwag announces retirement from international cricket and IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X