For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল শুরুর আগেই কেকেআরের কপালে ভাঁজ! নাইটদের এই ক্রিকেটার বিগ ব্যাশে 'নির্বাসিত'!

নিলামে এবার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিস গ্রিনকে দলে নিয়েছে কেকেআর। ২০২০-র আইপিএলে নাইটদের জার্সিতে অজিদের ২৬ বছরের ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। লিগ শুরুর আগেই অবশ্য কেকেআর ফ্র্যাঞ্চাইজির কপালে ভাঁজ!

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালের আইপিএল নিলামে এবার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিস গ্রিনকে দলে নিয়েছে কেকেআর। বলের পাশাপাশি ব্যাটেও স্বচ্ছন্দ গ্রিন। নারিনের মতো গ্রিনকেও অলরাউন্ডার হিসেবে ব্যাবহারের জন্যেই, নিলামে তাঁকে দলে পেতে কড়ি গুনেছে আইপিএলের কলকাতা ফ্র্যাঞ্চাইজি। ২০২০-র আইপিএলে নাইটদের জার্সিতে অজিদের ২৬ বছরের ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। লিগ শুরুর আগেই অবশ্য গ্রিনের 'নির্বাসনের' কারণে ফ্র্যাঞ্চাইজির কপালে ভাঁজ পড়ল!

বিগ ব্যাশে নির্বাসিত গ্রিন!

ক্রিকেটের আইনবিরোধী বোলিং অ্যাকশনের জন্য গ্রিনকে বল করা থেকে নির্বাসিত করেছে বিগ ব্যাশ লিগ। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ক্রিস গ্রিন সিডনি থান্ডার্সের হয়ে খেলেন।

দলের বাইরে গেলেন গ্রিন

ইতিমধ্যেই টুর্নামেন্টে বল করা থেকে নির্বাসিত হওয়ার কারণে তাঁকে বাইরে রেখে আজ মেলবোর্ন স্টারের বিরুদ্ধে , সিডনি থান্ডার্স মাঠে নেমেছিল।

গ্রিনের বিরুদ্ধে অভিযোগ কবে থেকে

২ জানুয়ারি মেলবোর্ন বনাম সিডনি ম্যাচে আম্পায়াররা গ্রিনের বোলিংয়ের বিরুদ্ধে রিপোর্ট করেন। নিয়ম মতো এরপর ৫ জানুয়ারি, ন্যাশান্যাল ক্রিকেট সেন্টারে গ্রিনের বোলিংয়ের পরীক্ষা হয়। সেই রিপোর্টেই গ্রিনের বোলিং আপত্তিকর বলে ধরা পড়েছে।

কবে পর্যন্ত নির্বাসন

ক্রিকেট অস্ট্রেলিয়া দ্বারা সঞ্চালিত কোনও ধরনের টুর্নামেন্টে আগামী ৯০ দিনের জন্য গ্রিন বোলিং করতে পারবেন না। এরপর বোলিং শুধরে অস্ট্রেলিয়ার মাটিতে বোলিং করতে পারবেন গ্রিন।

English summary
KKR all-rounder Chris Green banned in Big bash league for illegal action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X