For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্নাটক প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিংয়ে সঙ্গে এবার মধুচক্র যোগ! তদন্তে নতুন ইঙ্গিত

কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে এবার উঠে এল নয়া তথ্য।সম্প্রতি কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে সি এম গৌতম নামে কর্নাটকের এক ব্যাটসম্যানকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে এবার উঠে এল নয়া তথ্য।সম্প্রতি কর্নাটক প্রিমিয়ার লিগ স্পট ফিক্সিং কাণ্ডে সি এম গৌতম নামে কর্নাটকের এক ব্যাটসম্যানকে গ্রেফতার করা হয়েছে। ক্রিকেটারদের জেরার পর তদন্তে গতি এসেছে। সেই তদন্তেই এবার উঠে এল আইপিএল যোগ।

কর্নাটক প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিংয়ে সঙ্গে এবার মধুচক্র যোগ! তদন্তে নতুন ইঙ্গিত

তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী আইপিএলের বিদেশি কিছু ক্রিকেটার দুবাইয়ে কর্ণাটক প্রিমিয়র লিগের ক্রিকেটারদের মধুচক্রের সঙ্গে জড়িয়ে দেয় বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, যে অভিযোগের তালিকায় আইপিএলে খেলা বেদেশি পেসার রয়েছেন। সেকারণেই এবার আইপিএলে কিছু ক্রিকেটারও সন্দেহের তালিকায় ঢুকে পড়লেন বলে খবর। দুবাইয়ে দেদার শপিং থেকে শুরু করে, বিনোদনের সুযোগ করে দিয়েই মধুচক্রে জড়ানো হয় বলে অভিযোগ উঠে আসছে।

তদন্তকারী সিনিয়র এক অফিসার বলেন, 'কর্নাটক প্রিমিয়ার লিগের ম্যাচে কিছু ক্রিকেটার নিন্মমানের পারফর্ম্যান্স করে যা নিয়ে সন্দেহ বাড়তে শুরু করে। এরপরই ক্রিকেটার ও টিম মালিককে গ্রেফতার করা হয়।' সঙ্গে অফিসার আরও বলেন, 'এটা এখনও তদন্তসাপেক্ষ, তাই পুরো বিষয়টা নিয়ে বিস্তারিত কিছু বলা যাবে না। '

প্রসঙ্গত কর্ণাটক ক্রিকেট লিগের ম্যাচ ফিক্সিংয়ে মোট চার ক্রিকেটার, এক বোলিং কোচ ও এক আন্তর্জাতিক বুকিকে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে। কর্নাটক প্রিমিয়ার লিগের স্পট ফিক্সিং কাণ্ডে জড়িত সন্দেহে আইপিএল ও রঞ্জি খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান সিএম গৌতম ও বোলার আবরার কাজিকে গ্রেফতার করা হয়। দুই ক্রিকেটারই কেপিএলে বাল্লারি টাস্কার্সের হয়ে খেলেছেন।

English summary
KPL spot fixing new angle: players were honeytrapped says investigation Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X