For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থাবার আশঙ্কা থেকে মুক্তি পেয়ে কী বললেন কিউয়ি ক্রিকেটার

করোনা থাবার আশঙ্কা থেকে মুক্তি পেয়ে কী বললেন কিউয়ি ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনার আশঙ্কা ছিল, শেষ পর্যন্ত অবশ্য রিপোর্ট নেগেটিভ আসায় চিন্তামুক্ত নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার লকি ফার্গুসন। করোনা থাবা থেকে বাঁচায়,এবার ফের বাইশ গজে ফেরায় মন দিচ্ছেন, জানালেন কিউয়ি পেসার।

করোনার ভয় থাকলেও সুস্থ ফার্গুসন

করোনার ভয় থাকলেও সুস্থ ফার্গুসন

উল্লেখ্য় কিউয়ি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে প্রথম ওডিআই খেলেন লকি। এরপরই তাঁর গলা ব্যথার সমস্যা শুরু হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হলে গলা ব্যথা অন্যতম উপশম। সেকারণে ফার্গুসনকে নিয়ে কোনও রকম ঝুঁকি নেওয়া হয়নি। তড়িঘড়ি ক্রিকেটার চিকিৎসকদের পরামর্শ নেন। লকি ফার্গুসনকে ২৪ ঘন্টা আইসোলেশনে রাখা হয়। পরে অবশ্য সমস্যা গুরুতর নয় বলে ফার্গুসনকে চিকিৎসকরা ছেড়ে দিয়েছেন।

ম্যাচ বাতিল

ম্যাচ বাতিল

করোনা আতঙ্ক থেকে ছাড়া পাওয়ার পর ফার্গুসন দ্রুত ক্রিকেটে ফিরতে চান বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন। উল্লেখ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ড দলের তিনটি ওডিআই খেলার কথা থাকলেও করোনা আতঙ্কের কারণে সিরিজের বাকি দুই ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। দুই ম্যাচ কবে আয়োজন হবে করোনা ভাইরাসে থেকে নিরাপদ পরিস্থিতি তৈরি হলে, তখন ভেবে দেখা হবে বলে জানা গিয়েছে।

ফাঁকা মাঠে ম্যাচ

ফাঁকা মাঠে ম্যাচ

এমন কী সিরিজের প্রথম ম্যাচটি ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। গ্যালারিতে কোনও দর্শক না থাকায় ক্রিকেটারদেরই গ্যালারিতে গিয়ে বল কুড়িয়ে আনে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়।

ক্রিকেটে একাধিক ম্যাচ স্থগিত

ক্রিকেটে একাধিক ম্যাচ স্থগিত

করোনা থাবায় ক্রিকেটে একাধিক ম্যাচ স্থগিত হয়েছে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওডিআই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচগুলি গ্যালারি দর্শকশূন্য করে আয়োজন করা হবে বলে সিদ্ধান্ত নিলেও পরবর্তী সময়ে দুই ম্যাচই স্থগিত করা হয়েছে। অন্যদিকে মিলিয়ন ডলার ক্রিকেট লিগ আইপিএল ২০২০, ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।

English summary
Lockie farguson says found coronavirus negetive, wants to back in cricket soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X