For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪ দিনের টেস্টের পক্ষপাতি নন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড

টেস্ট ম্যাচ পাঁচ দিনেরই হওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে মনে করেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটিং লেজেন্ড মাহেলা জয়াবর্ধনে।

  • |
Google Oneindia Bengali News

টেস্ট ম্যাচ পাঁচ দিনেরই হওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে মনে করেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক তথা ব্যাটিং লেজেন্ড মাহেলা জয়াবর্ধনে। চার দিনের টেস্ট ফর্ম্যাট নিয়ে আইসিসি-র যে ক্রিকেট কমিটিতে আলোচনা হওয়ার কথা, জয়াবর্ধনে সেই কমিটির সদস্য হয়েও এর বিরুদ্ধে কথা বলায় জল্পনা শুরু হয়েছে।

বৈঠক

বৈঠক

এখনও পর্যন্ত যা খবর, চলতি বছরের ২৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দুবাইতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে ৪ দিনের টেস্ট নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। কমিটির প্রধান তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড অনিল কুম্বলে নিজে একথা জানিয়েছেন। কমিটিতে রাহুল দ্রাবিড়, আন্ড্রু স্ট্রস, মাহেলা জয়াবর্ধনে, শন পোলকের মতো ক্রিকেট লেজেন্ডরা রয়েছেন।

৪ দিনের টেস্ট

৪ দিনের টেস্ট

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। ২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না বলেও আইসিসি-র তরফে জানানো হয়েছে। বিষয়টি বাস্তবায়িত করতে আইসিসি আরও কিছুটা সময় নিতে চায় বলে জানানো হয়েছে।

 নিয়মে পরিবর্তন

নিয়মে পরিবর্তন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-র প্রাথমিক ধারণা। টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি।

কী বললেন জয়াবর্ধনে

কী বললেন জয়াবর্ধনে

চার দিনের টেস্ট নিয়ে আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত হবে, সে তো সময় বলবে। তার আগে সেই কমিটির অন্যতম সদস্য তথা শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ব্যক্তিগতভাবে মনে করেন যে টেস্ট পাঁচ দিনেরই থাকা উচিত। দিন কমিয়ে দিলে টেস্ট ক্রিকেট কৌলিন্য হারাবে বলেও মনে করেন শ্রীলঙ্কার লেজেন্ড। এ ব্য়াপারে তিনি নিজের মতামত আইসিসি-র বৈঠকে বলবেন বলে জানিয়েছেন জয়াবর্ধনে।

পক্ষে ও বিপক্ষে

পক্ষে ও বিপক্ষে

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং, অজি লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা থেকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর চার দিনের টেস্টের তীব্র বিরোধিতা করেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নও আইসিসি-র নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। অন্যদিকে আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড শেন ওয়ার্ন, মার্ক টেলর ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান টেস্ট ক্রিকেটের নতুন ফর্ম্যাটকে স্বাগত জানিয়েছেন।

English summary
Mahela Jayawardene is against 4 day test match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X