For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও এক লজ্জার অধ্যায় পাক-ক্রিকেটে! বর্ণবিদ্বেষী মন্তব্য করার জেরে নির্বাসিত অধিনায়ক

রবিবার (২৭ জানুয়ারি) পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে আইসিসির তাদের বর্ণবিদ্বেষ বিরোধী কোড লঙ্ঘনের জন্য ৪ ম্যাচ নির্বাসিত করেছে।

  • |
Google Oneindia Bengali News

ফের বিশ্বের সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে গেল পাকিস্তানের। ডারবানে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার আন্দিল ফেহলুকাওয়িও-কে উদ্দেশ্য করে চরম বর্ণবিদ্বেষী মন্তব্। করেছিলেন তাদের ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। রবিবার (২৭ জানুয়ারি) আইসিসি বর্ণবিদ্বেষ বিরোধী কোড লঙ্ঘনের জন্য তাঁকে ৪ ম্যাচের জন্য নির্বাসনের সাজা দিল।

আরও এক লজ্জার অধ্যায় পাক-ক্রিকেটে

ফলে চলতি একদিনের সিরিজের শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। এর সঙ্গে টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচেও তাঁকে পাবে না পাকিস্তান। এই ম্যাচগুলিতে পাক ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন শোয়েব মালিক। এর সঙ্গে সঙ্গে তাঁকে বর্ণবিদ্বেষ বিষয়ক আইিসির এক কর্মসূচিতে অংশ নিতে হবে। পিসিবির সঙ্গে এই বিষয়ে কথা বলে দিনক্ষণ নির্ধারণ করবে আইসিসি।

চলতি সিরিজের দ্বিতীয় ম্য়াচে পাকিস্তানের রান তাড়া করছিল দক্ষিণ আফ্রিকা। টানটান ম্যাচে ৩৭তম ওভারে ব্যাট করছিলেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার আন্দিল ফেহলুকাওয়িও। স্টাম্পের পিছন থেকে সরফরাজ তাঁর গায়ের রঙ নিয়ে কটাক্ষ করেন। স্টাম্প মাইকে শোনা যায় তিনি বলছেন, 'আবে কালে, তেরি আম্মি আজ কাঁহা বৈঠি হ্যায়? কেয়া পরওয়া কে আয়ে হ্যায় আজ?'

তাঁর ওই মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়ায় বিপাকে পড়েন সরফরাজ। এরপরই বিষয়টি নিয়ে আইসিসি তদন্ত প্রক্রিয়া শুরু করেছিল। এই নিয়ে টুইটারে ক্ষমাও চেয়েছেলেন পাকিস্তানি অধিনায়ক। তিনি জানান, তিনি কোনও নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে ওই কথা বলতে চাননি। এমনকি মন থেকেও বলেননি সেই সব। খারাপ কথাগুলি ছিল তাঁর একান্তই তাঁর হতাশার বহিঃপ্রকাশ।

English summary
Pakistan captain Sarfaraz Ahmed has been suspended for 4 matches on Sunday (January 27) for breaching ICC's Anti-Racism Code for Participants.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X