
কি ঘটেছিল?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তান একদিনের ম্য়াচের সিরিজ খেলছে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের রান তাড়া করছিল দক্ষিণ আফ্রিকা। টানটান ম্যাচে ৩৭তম ওভারে ব্যাট করছিলেন দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার আন্দিল ফেহলুকাওয়িও। স্টাম্পের পিছন থেকে সরফরাজ তাঁর গায়ের রঙ নিয়ে কটাক্ষ করেন। স্টাম্প মাইকে শোনা যায় তিনি বলছেন, 'আবে কালে, তেরি আম্মি আজ কাঁহা বৈঠি হ্যায়? কেয়া পরওয়া কে আয়ে হ্যায় আজ?'

বিপাকে সরফরাজ
তাঁর ওই মন্তব্য মাইকে ধরা পড়তেই বিপাকে পড়েছেন সরফরাজ। দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজার মহম্মদ মুসাজি জানিয়েছেন, বিষয়টি আইসিসি ও ম্য়াচ অফিশিয়ালরা নোট করেছেন এবং তদন্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। তদন্ত শেষ হলে তার ফলাফল জানতে পারলে তবেই এই বিষয় নিয়ে তাঁরা বিবৃতি দেবেন বলেছেন মুসাজি।

ক্ষমা প্রার্থনা
বিপদ বুঝেই বহস্পতিবার টুইটারে সরফরাজ ৩টি পোস্টে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি কোনও নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে ওই কথা বলতে চাননি। এমনকি মন থেকেও বলেননি সেই সব। খারাপ কথাগুলি ছিল তাঁর একান্তই তাঁর হতাশার বহিঃপ্রকাশ। তিনি জানিয়েছেও অতীতেও তাঁর প্রতিপক্ষ দল ও তাঁর ক্রিকেটার দের প্রতি শ্রদ্ধা ছিল, ভবিষ্যতেও থাকবে।

একহাত নিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস
ক্রিকেট মাঠে 'ব্য়াডবয়' ইমেজ ছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের। তিনিও কিন্তু সরফরাজের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাঁর মতে সম্ভবত, পরিস্থিতি উত্তেজনায় পাক অধিনায়ক ওই মন্তব্য করে ফেলেছেন। কিন্তু তা একেবারেই মেনে নেওয়া যায় না। বিশেষ করে অধিনায়কের মুখ থেকে এমন বর্ণবিদ্বেষী মন্তব্য আসায়, প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার হিসেবে তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন আখতার।

পিসিবির প্রতিক্রিয়া
দুটি বিবৃতি প্রকাশ করে পাক বোর্ড গোটা ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' বলেছে। তারা অধিনায়কের মন্তব্যগুলিকে সমর্থন করে না। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তারা শূন্য-সহনশীলতা নীতি নিয়ে চলে। তবে এই ঘটনার ফলে ক্রিকেটারদের শিক্ষিত করার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে বলে পিসিবির দাবি। এই বিষয়ে তাদের তরফ থেকে নয়া কর্মসূচী নেওয়া হতে পারে বলেও জানিয়েছে।