For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পট ফিক্সিং কাণ্ডে পাক ক্রিকেটারের ১৭ মাসের জেল

স্পট ফিক্সিংয়ের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় পাক ক্রিকেটারের ১৭ মাসের জেল।

  • |
Google Oneindia Bengali News

স্পট ফিক্সিংয়ের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় পাক ক্রিকেটারের ১৭ মাসের জেল। পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশ প্রিমিয়র লিগ টি-২০ টুর্নামেন্টে ঘুষ দেওয়া নেওয়ার অভিযোগে পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটার নাসির জামশেদ আগেই দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবার তাঁকে ১৭ মাসের জেল হেফাসতের নির্দেশ দিল আদালত।

৪০ মাস জেলে কাটাতে হবে!

৪০ মাস জেলে কাটাতে হবে!

নাসিরকে যেমন ১৭ মাসের জেলের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক তেমনি, ফিক্সিংয়ের কালো ছায়ার সঙ্গে যুক্ত থাকা আরও দুই ক্রিকেটারের বিরুদ্ধেও আদালত শাস্তি ঘোষণা করেছে। যেখানে স্পট ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ইউসুফ আনোয়ার ও মহম্মদ ইজাজের যথাক্রমে ৪০ মাস ও ৩০ মাসের জেল হেফাজত হয়েছে। ম্যাঞ্চেস্টারের ক্রাউন কোর্ট এই রায় দিয়েছে।

অভিযোগ কী?

অভিযোগ কী?

২০১৮ সালে দুবাইয়ে মাটিতে হওয়া পাকিস্তান প্রিমিয়র লিগের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি নাসির জামশেদ সতীর্থ ক্রিকেটারদের স্পট ফিক্সিংয়ের জন্য টাকা লেনদেন করিয়ে দেন। সেই সঙ্গে ২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়র লিগেও জামশেদ স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন। যদিও শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি।

আজীবন নির্বাসন

আজীবন নির্বাসন

উল্লেখ্য পাকিস্তান ক্রিকেট লিগে স্পট ফিক্সিংয়ের জন্য পাকিস্তান ক্রিকেটার বোর্ড ২০১৮ সালে নাসির জামশেদকে ১০ বছরের জন্য দেশের হয়ে যেকোনও ধরনের ক্রিকেট থেকে নির্বাসন করেছে।

একনজরে দেশের হয়ে নাসিরের ক্রিকেট কেরিয়ার

একনজরে দেশের হয়ে নাসিরের ক্রিকেট কেরিয়ার

দেশের হয়ে নাসির জামশেদ ২টি টেস্ট, ৪৮টি ওডিআই ও ১৮টি টি-২০ ম্যাচ খেলেছে। ওডিআইয়ে ৮টি ও টি-২০টি ২টি হাফ সেঞ্চুরি রয়েছে।

English summary
Pakistani cricketer Nasir Jamshed jailed for 17 months for spot-fixing in PSL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X