For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ রাহুল দ্রাবিড়ের

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন রাহুল দ্রাবিড়। দক্ষতার সঙ্গে দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেট দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন রাহুল দ্রাবিড়। দক্ষতার সঙ্গে দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি। খেলা ছেড়ে ক্রিকেট কোচিং-এ প্রবেশ করেও চূড়ান্ত সফল ভারতের প্রাক্তন ব্যাটিং লেজেন্ড। এই দীর্ঘ সময়ে ক্রিকেটারদের রাগ, দুঃখ, হতাশা, আনন্দ কাছ থেকে দেখেছেন। তা থেকেই তাঁর পর্যবেক্ষণ, সফল হতে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য সঠিক রাখা ভীষণ ভাবে জরুরি।

ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ রাহুল দ্রাবিড়ের

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান রাহুল দ্রাবিড়ের কথায়, এখন ক্রিকেট আগের থেকে অনেক বেশি প্রতিযোগিতামূলক। ক্রিকেটারদের অনেক বেশি চাপ নিয়ে ক্রিকেট খেলতে হয় বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর কথায়, প্রতিযোগিতা এত বেশি যে এখন শিশুদের সারা বছর ক্রিকেট খেলতে হয়। দলে সুযোগ পেলেও সেই জায়গা ধরে রাখা ক্রিকেটারদের পক্ষে কঠিন হয়ে যায় বলে জানিয়েছেন দেশের প্রাক্তন লেজেন্ড। এই পরিস্থিতিতে নিজের লক্ষ্য ঠিক রাখতে এবং বড় ম্য়াচে ভালো খেলতে ক্রিকেটারদের মানসিক স্থিতি সঠিক রাখা প্রয়োজন বলে মনে করেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান।

উল্লেখ্য কিছুদিন আগেই মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ দর্শীয়ে ক্রিকেট থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেন গ্লেন ম্যাক্সওয়েল সহ অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানান, ২০১৪-র অস্ট্রেলিয়া সফর চলাকালীন কয়েক ম্যাচের ব্যর্থতায় তিনি নিজের কেরিয়ার শেষ হওয়ার ভয় পেয়েছিলেন।

এমন ঘটনা ক্রিকেটে ঘটতেই পারে বলে মনে করেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান রাহুল দ্রাবিড়। তাঁর কথায়, পারফরম্য়ান্সের পাশাপাশি নিজের মানসিক দিকটাকে ঠিক রাখা ক্রিকেটারদের কর্তব্য। এর জন্য ভারসাম্য বজায় রাখা প্রয়োজন বলে মনে করেন রাহুল দ্রাবিড়। তাঁর কথায়, চরম সাফল্যে অধিক উচ্ছ্বাস যেমন উচিত নয়, তেমনই ব্যর্থতায় ভেঙে না পড়ে সেখান থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোই হবে ক্রিকেটারদের আসল কাজ। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি কোচদের দেখা উচিত বলে মনে করেন দেশের লেজেন্ড।

English summary
Rahul Dravid speaks about mental health of the cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X