For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন আরসিবি'র ৩ মিলিয়ন ফলোয়ারের ইনস্টাগ্রাম পোস্ট ডিলিট! ফ্যানেদের উদ্বেগ, ধন্দে ক্রিকেটদুনিয়া

কেন আরসিবি'র ৩ মিলিয়ন ফলোয়ারের ইনস্টাগ্রাম পোস্ট ডিলিট! ফ্যানেদের উদ্বেগ, ধন্দে ক্রিকেটদুনিয়া

  • |
Google Oneindia Bengali News

ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ৩.৩ মিলিয়ন। টুইটারে সেই সংখ্য়াই ৩.৬ মিলিয়ন। সোশ্যাল মিডিয়ায় এই সমর্থন হবে নাই বা কেন, দলটার নাম যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলার। আর দলের অধিনায়ক বিশ্বসেরা বিরাট কিং কোহলি। সেই সঙ্গে দলে খেলেন বিশ্বের অন্যতম পছন্দের ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। বিশ্বজুড়ে এই দলের জন্য তাই কোটি কোটি সমর্থক গলা ফাটান। দরজা কড়া নাড়ছে আইপিএল ২০২০, তার আগে হঠাৎ করে ইনস্টাগ্রাম থেকে অতীতের সব পোস্ট ডিলিট ! যা নিয়ে ক্রিকেটমহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। কেন আগের সব পোস্ট মুছে ফেলা হল, সেই প্রশ্নের উত্তরের খোঁজে সমর্থকরা।

ইনস্টাগ্রামে ঢুঁ মারলে যা দেখা যাচ্ছে

ইনস্টাগ্রামে ঢুঁ মারলে যা দেখা যাচ্ছে

ইনস্টাগ্রামে আরসিবি'র অফিশিয়াল প্রোফাইলে গেলে সেখানে জিরো পোস্ট দেখাচ্ছে।শুধু তাই নয় ৩.৩ মিলিয়ন ফলোয়ারের অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিটিও ডিলিট করে দেওয়া হয়েছে।

টুইটারে কী অবস্থা

টুইটারে কী অবস্থা

আরসিবির টুইটার অ্যাকাউন্টটিতেও একই অবস্থা। সেখানে কোনও পোস্ট মুছে ফেলা না হলেও মূল অ্যাকাউন্টের লোগো বাতিল করা হয়েছে। সেই সঙ্গে অ্যাকাউন্টটির নাম পাল্টে রয়্যাল চ্যালেঞ্জার্স রাখা হয়েছে।

ফেসবুক কী বলছে

ফেসবুক কী বলছে

ফেসবুকে আরসিবি'র ফলোয়ার সংখ্য়া ৯ মিলিয়ন। সেখানেও অ্যাকাউন্টের কভারের ছবি ও প্রোফাইলের ছবি মুছে ফেলা হয়েছে।

ক্রিকেটভক্তদের উদ্বেগ

শোনা যাচ্ছে এবার নতুন নামে আইপিএল খেলতে পারে আরসিবি।নাম পাল্টে রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হতে চলেছে। কিন্তু আপতত ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এই জল্পনায় কোনও শিলমোহর দেওয়া হয়নি। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া থেকে কেন আরসিবি'র প্রোফাইলের সঙ্গে এমনটা হল, সেই নিয়ে ধন্দে ক্রিকেটকুল।

চাহাল টুইট যা লিখলেন

চাহাল টুইটে প্রশ্ন করে লিখেছেন, এ আবার কেমন গুগলি! আরসিবি'র প্রোফাইলের ছবির কী হল, ইনস্ট্রাগামে সব পোস্ট উধাও কেন!

English summary
RCB's Instagram posts deleted, no profile pictures on Twitter and Facebook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X