For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিডনি-ইনিংসেই ফিরলেন বিশ্বকাপের দৌড়ে! ঋষভ পন্থের বাদ পড়ার আজব ব্যাখ্যা নির্বাচক প্রধানের

নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ নিশ্চিত করেছেন, ভারতের বিশ্বকাপ ২০১৯-এর পরিকল্পনায় রয়েছেন ঋষভ পন্থ। তিনি পন্থকে ওডিআই দল থেকে বাদ দেওয়ার বিষয়টির ব্যাখ্যাও দিয়েছেন।
 

Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সময়টা দুর্দান্ত গিয়েছে তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থের। উইকেটের পিছনে বেশ কিছু ভুল করলেও অ্যাডিলেডে তিনি এক টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন। আবার ব্য়াট হাতে সিডনিতে অপরাজিত ১৫৯ রানের ইনিংস খেলে ভারতকে শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। বস্তুত, সিরিজে মোট রানের দিক থেকে পন্থ (৩৫০) আছেন পূজারা (৫২১)-এর ঠিক পরেই।

সিডনির ইনিংসই বদলে দিতে পারে তাঁর ক্রিকেট-জীবন, এমনটাই জানালেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের দল থেকে বাদ পড়ার পর পন্থের বিশ্বকাপের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু, মঙ্গলবার (৭ জানুয়ারি), এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে প্রসাদ নিশ্চিত করলেন পন্থ এখনও ভারতের বিশ্বকাপের দলের পরিকল্পনায় আছেন।

দেখে নেওয়া যাক ঋষভ পন্থকে নিয়ে কী বললেন নির্বাচক প্রধান -

৩ জনেই পরিকল্পনায়

৩ জনেই পরিকল্পনায়

প্রসাদ জানিয়েছেন, 'নিংসন্দেহে' পন্থ ভারতের বিশ্বকাপের দলে ঢোকার দৌড়ে রয়েছে। আপাতত ধোনি, দীনেশ কার্তিক ও পন্থ এই তিন উইকেটরক্ষককে বিশ্বকাপের দলের জন্য বেছে নেওয়া হয়েছে। আর তিন জনই ভাল পারফর্ম করছেন। কাজেই পন্থ অবশ্যই ভারতের বিশ্বকাপের পরিকল্পনার অংশ।

আগের ঘটনা

আগের ঘটনা

গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের একদিনের দল ঘোষণা করেছিল ভারত। সেই দুই দলে নেই পন্থ। শুধু তাই নয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ফের ভারতের টি২০ দলে সামিল করা হয়েছিল। বলা হয়েছিল তাঁকে বিশ্বকাপের আগে যথেষ্ট ম্যাচ খেলার সুযোগ দেওয়ার জন্যই টি২০ দলে নেওয়া হয়েছে। এই সবের কারণে মনে করা হয়েছিল এই বিশ্বকাপে অন্তত খেলা হচ্ছে না ঋষভের।

ওডিআই দল থেকে বাদ কেন পন্থ?

ওডিআই দল থেকে বাদ কেন পন্থ?

এর আগে সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের একটি সূত্র জানিয়েছিল কেদার যাদব ও হার্দিক পাণ্ডিয়া - দুজনেই সুস্থ হয়ে গিয়েছেন এবং দুজনেই অলরাউন্ডার। তাই একদিনের দলে ঋষভকে খেলানোর মতো জায়গা নেই। এদিন কিন্তু প্রসাদ জানান, পন্থকে একদিনের দল থেকে বাদ দেওয়া হয়েছে 'ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট'-এর জন্য।

পন্থের 'ওয়ার্কলোড'

পন্থের 'ওয়ার্কলোড'

ইংল্য়ান্ড সফরেই ভারতীয় দলে অভিষেক হয়েছিল পন্থের। তার উপর বয়সেও তিনি তরুণ। কাজেই যাঁর এখনও অভিজ্ঞতা সংগ্রহের প্রয়োজন, তাঁর ওয়ার্কলোড বেশি হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। নির্বাচক প্রধানের ব্যাখ্যা, পন্থ টি২০ সিরিজ খেলেছেন তারপর 'হাই ইন্টেসিটি'-এর ৪টি টেস্ট খেলেছেন। তাঁর কিছু চোট আছে। যেগুলি সাড়িয়ে নেওয়া প্রয়োজন।

প্রত্যাশা পূরণ

প্রত্যাশা পূরণ

সিডনি টেস্টের পর পন্থকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এমএসকে প্রসাদ। তা অবশ্য শুধু ঋষভ পন্থ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় শতরান করা একমাত্র উইকেটরক্ষক হয়েছেন বলে নয়। তিনি জানিয়েছেন পন্থকে তাঁরা একটি লক্ষ্য দিয়েছিলেন। তা হল, ম্য়াচ শেষ করে আশা। সিডনিতে তিনি সেই ভূমিকাতে সফল হয়েছেন।

English summary
Chief selector MSK Prasad confirmed that Rishabh Pant is a part of India's 2019 World Cup plans. He also explained Pant's ODI omission.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X