For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে কী বললেন রবিন উথাপ্পা

দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে কী বললেন রবিন উথাপ্পা

  • |
Google Oneindia Bengali News

দেশের হয়ে ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিকে অক্টোবরে আরও এক টি-২০ বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপকে মাথায় রেখেই জাতীয় দলে ফিরতে চান রবিন উথাপ্পা। আবার বিশ্বকাপ খেলতে চান বলে জানালেন রবিন।

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন উথাপ্পা

বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন উথাপ্পা

এক ক্রিকেট ওয়েবসাইটদের দেওয়া সাক্ষাৎকারে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন এই ক্রিকেটার তাঁর মধ্যে এখনও ভাল খেলার সব রকম মশলা রয়েছে বলে উল্লেখ করেছেন। বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ আইপিএলে উথাপ্পার বেশ সুনাম রয়েছে। আইপিএল টুর্নামেন্টে ১৭৭টি ম্যাচ খেলেছেন উথাপ্পা। ঝুলিতে ৪,৪১১ রান রয়েছে।আইপিএল-এ ২৪টি পঞ্চাশ রয়েছে তাঁর।

২০১৪ সালে আইপিএলের সর্বোচ্চ স্কোরার

২০১৪ সালে আইপিএলের সর্বোচ্চ স্কোরার

২০১৪ সালে কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে উথাপ্পার বড় ভূমিকা ছিল। সেই মরসুমে উথাপ্পা টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ১৬ ম্যাচে উথাপ্পার সংগ্রহ ছিল ৬৬০ রান। সেই মরসুমে ৫টি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন উথাপ্পা। ২০২০ নিলামের আগে উথাপ্পাকে অবশ্য এবছর কেকেআর দল থেকে ছেড়ে দিয়েছে। এবছর রাজস্থান রয়্যালস দলের মিডল অর্ডারে তাঁকে খেলতে দেখা যাবে।

ফুরাইনি, জাতীয় দলে খেলার আগুন রয়েছে

ফুরাইনি, জাতীয় দলে খেলার আগুন রয়েছে

ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে উথাপ্পা বলেছেন, দেশের হয়ে টি-২০ ক্রিকেট খেলার মতো আমার মধ্যে এখনও আগুন রয়েছে। সেকারণেই জাতীয় দলের ফেরা লক্ষ্য রয়েছে। এখনও একটা বিশ্বকাপ খেলা নিয়ে আমি আত্মবিশ্বাসী।

আন্তর্জাতিক কেরিয়ার থেকে বাদ পড়া

আন্তর্জাতিক কেরিয়ার থেকে বাদ পড়া

২০০৭ সালে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর সাফল্য ধরে রাখতে পারেননি উথাপ্পা। ২০০৮ সালের মাঝামাঝি সময়ে জাতীয় দল থেকে উথাপ্পাকে বাদ দেওয়া হয়েছিল। তার পর থেকে উথাপ্পাকে আইপিএল ও ঘরোয়া ক্রিকেটেই দেখা গিয়েছে। ২০১১, ২০১২ সালে দেশের হয়ে ডানহাতি এই ব্যাটসম্যান ১টি করে টি-২০ ম্যাচে সুযোগ পান। এরপর ২০১৪ সালে তিনটি ওডিআই ২০১৫ সালে দুটি টি-২০ ম্যাচ খেলার সুযোগ পান উথাপ্পা। এরপর থেকে ফর্ম হারানোয় ভারতীয় দলে তিনি আর ফিরতে পারেননি।

English summary
Robin Uthappa believes have a World Cup left in him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X