For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোর্ডের মসনদে মহারাজ, সৌরভের লিডারশিপ নিয়ে স্মৃতিরোমন্থন সেহওয়াগের

বেহালা টু বিসিসিআই! ক্রিকেটার, অধিনায়ক, আইপিএলে কেকেআরের ক্যাপ্টেন থেকে সিএবি প্রশাসক!লম্বা পথ পেড়িয়ে রাজ্য থেকে এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বেহালা টু বিসিসিআই! ক্রিকেটার, অধিনায়ক, আইপিএলে কেকেআরের ক্যাপ্টেন থেকে সিএবি প্রশাসক!লম্বা পথ পেড়িয়ে রাজ্য থেকে এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের ক্রিকেট অধিনায়ক থেকে মহারাজ আজ ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ নেতা। বিসিসিআইয়ের নতুন অধিনায়ককে নিয়ে উচ্ছ্বসিত দেশের ক্রিকেটমহল। উচ্ছ্বসিত সৌরভের প্রাক্তন সতীর্থ বীরেন্দ্র সেহওয়াগও। সৌরভ ৩৯তম বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় লিডার সৌরভকে নিয়ে স্মৃতি রোমন্থন করলেন 'নবাব অফ নজফগড়'।

সেহওয়াগের মন্তব্য

সেহওয়াগের মন্তব্য

ক্রিকেটার হিসেবে সৌরভের অধিনায়কত্বেই উত্থান সেহওয়াগের। মিডল অর্ডার থেকে সরিয়ে সেহওয়াগকে ওপেনিংয়ে নিয়ে এসেছিলেন দাদা। বাকিটা ইতিহাস। এরপই ভারতীয় ক্রিকেট অন্যতম সেরা ওপেনারকে পেয়েছিল। সৌরভের ক্রিকেট সতীর্থ সেই সেহওয়াগ এবার এক সাক্ষাৎকারে বলেছেন, এবার বোর্ড কীভাবে সাহসী সব সিদ্ধান্ত নেয় দেখুন।

 দাদাকে নিয়ে আর কী বললেন সেহওয়াগ

দাদাকে নিয়ে আর কী বললেন সেহওয়াগ

যুক্তিতে সেহওয়াগ বলেন, 'দাদা যখন অধিনায়ক হয়েছিল তখন প্রত্যেককে সাহসী করে তুলেছিল। বিদেশের মাটিতে কীভাবে টেস্ট জিততে হয় দাদাই আমাদের শিখিয়েছিল। এবার প্রশাসক সৌরভও একইভাবে সাহস দেখাবে।লিডার সৌরভ বরাবরই লড়াই করতে জানে। সেকারণেই প্রশাসক দাদার উপর ভরসা রয়েছে।দাদা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে ভালোবাসেন।'

 সৌরভের সঙ্গে একমত বীরু

সৌরভের সঙ্গে একমত বীরু

বীরু আরও বলেছেন, 'দাদা যখন দল থেকে বাদ পড়েছিল। ঘরোয়া ক্রিকেট খেলে ফের দলে প্রত্যাবর্তন করে। সেই সময় দাদা ঘরোয়া ক্রিকেটে যে অনেক অভাব রয়েছে সেই নিয়ে আমাদের জানাত। আজ দাদা প্রেসিডেন্ট হয়েই ঘরোয়া ক্রিকেটের খুঁতগুলো শুধরানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে। এটাই একজন নেতার চরিত্র। প্রশাসক সৌরভের অনেক সাফল্য কামনা করি।

English summary
Sehwag on Ganguly's leadership after sourav become bcci's president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X