For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফান্ড সংগ্রহে ভারত-পাক ডুয়েল নিয়ে বন্ধু সৌরভকে কী প্রস্তাব শোয়েবের

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফান্ড সংগ্রহে ভারত-পাক ডুয়েল নিয়ে বন্ধু সৌরভকে কী প্রস্তাব শোয়েবের

  • |
Google Oneindia Bengali News

করোনা ত্রাসে কাঁপছে বিশ্ব। প্রতিটি দেশই এখন করোনার বিরুদ্ধে মোকাবিলা করার লড়াই চালাচ্ছে। ভারতেও ক্রমে জাঁকিয়ে বসছে করোনা। দেশে ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৫০০০ ছাড়িয়েছে।

করোনা লড়াইয়ে প্রচুর অর্থের প্রয়োজন

করোনা লড়াইয়ে প্রচুর অর্থের প্রয়োজন

ভাইরাসের টিকা আবিষ্কার থেকে দেশবাসীর চিকিৎসার জন্য অর্থের যোগানে সেলেবদুনিয়া লক্ষ লক্ষ টাকা সাহায্য করেছেন। এরপরও দেশকে পুরোপুরি করোনা মুক্ত করতে আরও অনেক বেশি সাহায্য়ের প্রয়োজন। ভারতের মতো পাকিস্তানও করোনা হানায় ধুঁকছে। এই পরিস্থিতিতে প্রতিবেশি দুই দেশকে ক্রিকেট দিয়ে করোনা মোকাবিলায় প্রস্তাব দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

কী বলেছেন শোয়েব আখতার

কী বলেছেন শোয়েব আখতার

করোনা মোকাবিলায় অর্থ সংগ্রহ ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন শোয়েব আখতার। সোশ্যাল মিডিয়ায় দুই দেশের ক্রিকেট ফ্যানেরা অনেকেই এই প্রস্তাবকে উপযুক্ত মনে করছেন।

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ

ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ

দুই দেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কের অবনতির কারণে ২০১২ সালের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে ২২ গজে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে। দুই দেশ আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই একমাত্র পরস্পরের মুখোমুখি হয়। শেষবার ২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ভারত-পাক ম্যাচ হয়েছে।

শোয়েবের প্রস্তাব

শোয়েবের প্রস্তাব

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ডুয়েলের জনপ্রিয়তাকে মাথায় রেখেই দুই দেশের মধ্যে ৩ ম্যাচের ওডিআই সিরিজের প্রস্তাব দিয়েছেন শোয়েব। চ্যারিটি এই ম্যাচ থেকে পাওয়া অর্থ দুই দেশের করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যায় করার প্রস্তাব আখতারের।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও যা বললেন

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও যা বললেন

আখতার আরও বলেন, 'এই প্রথম দুই দেশের মধ্যে যে দেশই ম্যাচ জিতুক না কেন, দুই দেশের সমর্থকরাই সন্তুষ্ট হবেন। বিরাট সেঞ্চুরি করুন বা বাবর আজম। ম্যাচের অর্থ করোনা লড়াইয়ের স্বার্থে ব্যবহার করা হবে। এখানে হার-জিত নিয়ে কোনও লড়াই নেই। করোনাকে হারানোই এখানে প্রধান লক্ষ্য। বলা যায় না করোনা বিরুদ্ধে ক্রিকেটমঞ্চে এভাবে ভারত-পাকিস্তানের ভাতৃত্ব ভবিষ্যতে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ও রাজনৈতিক সম্পর্কেও অনেক উন্নতি করতে পারে।'

ঘুরিয়ে বন্ধু সৌরভকে শোয়েবের অনুরোধ

ঘুরিয়ে বন্ধু সৌরভকে শোয়েবের অনুরোধ

উল্লেখ্য এভাবেই শোয়েব দুই দেশের ক্রিকেট বোর্ডকে তাঁর প্রস্তাবের মধ্য দিয়ে ৩ ম্যাচের চ্যারিটি ওডিআই আয়োজনের প্রস্তাব দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে থাকা বন্ধু সৌরভ গঙ্গোপাধ্যায়কেও যেন করোনা লড়াইয়ে দ্বিপাক্ষিক ম্যাচের কথা ভেবে দেখার অনুরোধ রাখলেন আখতার।

English summary
Shoaib Akhtar proposes India vs Pakistan ODI matches to raise relief funds for Corona pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X