For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোয়েবকে খেলা সহজ, কাইফ পুত্রের উত্তরে যা প্রস্তাব দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

শোয়েবকে খেলা সহজ, কাইফ পুত্রের উত্তরে যা প্রস্তাব দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

  • |
Google Oneindia Bengali News

ব্যাটসম্যানদের গতিতে সমস্যায় ফেলতেন বলে ক্রিকেটজগতে তাঁকে ডাকা হত রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। একসময় বিশ্বের দ্রুততম ডেলিভারির মালিক ছিলেন পাকিস্তানের পেস কিংবদন্তি শোয়েব আখতার। টিভিতে সেই

আখতারের বোলিং দেখেই কিনা মহম্মদ কাইফের ছেলে বলে ওঠেন, ' যে গতিকে বল করছে,তা কাজে লাগিয়ে অনায়াসে বল বাউন্ডারিতে পাঠানো যায়!' অর্থাৎ আখতারকে খেলা কোনও কঠিন ব্যাপার নয়।

ভারতীয় ব্যাটসম্যান মহম্মদ কাইফ ছেলের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোয়েবকে জানিয়েছেন।

টিভিতে ভারত-পাক বিশ্বকাপের ম্যাচ

টিভিতে ভারত-পাক বিশ্বকাপের ম্যাচ

করোনার কারণে ভারতে এখন ২১ দিনের লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বোর্ডের সঙ্গে আলোচনা করে সম্প্রচারকারী সংস্থা স্টার নেটওয়ার্ক অতীতের জনপ্রিয় কিছু ম্যাচ টিভিতে দেখাচ্ছে। ক্রিকেট প্রেমীদের এই লকডাউনে মনোরঞ্জন দিতেই এই ব্যবস্থা নিয়েছে স্টার। এই সময়ে অতীতের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের পুনঃসম্প্রচার করা হয়। ২০০৩ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি দেখতে কাইফ ও তাঁর ছেলে একসঙ্গে টিভির পর্দায় চোখ রাখেন।

কাইফ যা বললেন

সম্প্রচারকারী সংস্থাকে ধন্যবাদ দিয়ে কাইফ লিখেছেন,'অবশেষে কবীর ঐতিহাসিক ভারত-পাক ম্যাচ দেখল স্টারের দৌলতে এই প্রথম জুনিয়র কাইফ এই প্রথম সেই ঐতিহাসিক ম্যাচটি টিভিতে দেখার সুযোগ পেল। ছেলে পুরো ম্যাচটা দারুণ এনজয় করেছে।'

শোয়েবের বল খেলা সহজ

শোয়েবের বল খেলা সহজ

কাইফের শেয়ার করা ভিডিওর শেষ অংশ দেখা গিয়েছে কাইফের ছেলে বলেন, গতির কারণে শোয়েবের বল খেলা সহজ। ওর গতি কাজে লাগালেই তো বল বাউন্ডারিতে আছড়ে ফেলা যেতে পারে।

শোয়েব পাল্টা যা বলেন

কাইফ পুত্রের এই মন্তব্যকে পুরোটাই মজার ছলে নিয়েছেন আখতার। পাল্টা আখতার তাঁর ছেলে মাইকেলের সঙ্গে কাইফ পুত্রের ম্যাচের প্রস্তাব দিয়েছেন। শোয়েব বলেছেন, 'তা হলে কবীর আর মাইকেল আলি আখতারের এখন একটা ম্যাচ হলে ভালো হত! পেস নিয়ে নিশ্চয় কবীর ওর প্রশ্নের জবাব পেয়ে যেতে পারত। কাইফ, কবীরকে আমার ভালোবাসা দিও।'

English summary
Shoaib Akhtar responds to Mohammad Kaif's son's comment'hitting Shoaib must be easy’
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X