For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যান্সারের ছোবল থেকে মুক্তি পেয়ে জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন হ্যাডলি

Google Oneindia Bengali News

খেলোয়াড় জীবনে কোনও দিনই হার মানেননি। সেই হার না মানা মানসিকতাই যেন তাঁকে দুইবার ক্যান্সারের হাত থেকে মুক্তি পেতে সাহস যুগিয়েছিল। তবে এখনও লড়াই শেষ হয়নি। কারণ কিউয়ি কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি জানেন যে ফের যেকোনও সময় বাউন্সারের মতো তাঁকে চমকে দিতে পারে ক্যান্সার। তবে ক্রিকেট মাঠে যেমন সর্বক্ষণ তৈরি থাকতেন, এই ক্ষেত্রেও তারি তিনি।

ক্যান্সারের ছোবল থেকে মুক্তি পেয়ে জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন হ্যাডলি

এক সময় বিশ্বে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক ছিলেন এই কিউয়ি পেসার। তবে ৮৬ টেস্টে ৪৩১ উইকেটের মালিককে গত দুই বছরে খুব একটা দেখা যায়নি। কারণ সেই সময় ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত ছিলেন তিনি। প্রথমে হয়েছিল বাওয়েল ক্যান্সার। তা অস্ত্রোপচার করার কিছু দিন পর আরও একবার অস্ত্রোপচার করাতে হয় লিভার ক্যান্সারের। দীর্ঘ লড়াইয়ে জিতে ফের প্রকাশ্যে আসেন হ্যাডলি। ক্রাইস্টচার্চে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের আগের দিন।

হ্যাডলির কথায়, 'ক্যান্সারের পর জীবন দর্শনের ধরনটা পাল্টে গিয়েছে আমার। আসলে আমার শরীরে ক্যান্সারের কোনও লক্ষণ ছিল না। একটা রুটিন কোলোনস্কোপি করাতে গিয়ে ধরা পড়ে। তারপর থেকে সব কিছুই যেন আমার বিরুদ্ধে চলে গিয়েছিল।'

কখনও শেষ না হওয়া ক্যান্সারের বিরুদ্ধে এই লড়াইয়ের বিষয়ে তিনি বলেন, 'আমাকে আগামী তিন বছর কাটিয়ে দিতে হবে। আগামিকালই আবার ঘুম থেকে উঠে দেখতে পারি ক্যান্সারের লক্ষণগুলো ফিরে এসেছে। তবে এই মুহূর্তে একেবারে সুস্থ। ১০ কিলো ওজন কমেছে। আমার ডায়েট দেখুন, সব ঠিকঠাক। প্রতি তিন মাসে চেক-আপ করাতে হয়। সব পরীক্ষাগুলোও আমার পক্ষে আছে। কিন্তু আমি একেবারে ঝুঁকির বাইরে নই।'

English summary
sir richard hadlee finds new meaning of life after defeating cancer twice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X