For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও স্মার্ট হচ্ছে আধুনিক ক্রিকেট, বলে এবার মাইক্রোচিপ!

ফুটবলের মতো এবার ক্রিকেট বলেও বসতে চলেছে মাইক্রোচিপ! পরের মরসুমে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগ থেকে শুরু হবে পরীক্ষামূলক এই বিবর্তন।

  • |
Google Oneindia Bengali News

ফুটবলের মতো এবার ক্রিকেট বলেও বসতে চলেছে মাইক্রোচিপ! পরের মরসুমে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি বিগ ব্যাশ লিগ থেকে শুরু হবে পরীক্ষামূলক এই বিবর্তন। মাইক্রোচিপ বিশিষ্ট এই বলের নাম দেওয়া হয়েছে 'স্মার্ট বল'।

আরও স্মার্ট হচ্ছে আধুনিক ক্রিকেট, বলে এবার মাইক্রোচিপ!

দেখতে সাধারণ বলের মতো হলেও বিশেষ এই স্মার্ট বলের পেটে থাকছে একটি ছোট্ট চিপ। অস্ট্রেলিয়ার ক্রীড়াপ্রস্তুত কারক সংস্থা কুকাবুরা এই বল বাজারে আনছে। দীর্ঘদিন ধরে এই বল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর বিগ ব্যাশ দিয়েই এই বলের আত্মপ্রকাশ হতে চলেছে। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এই মুহূর্তে পিঙ্ক বলে দিন রাতের টেস্ট ক্রিকেট খেলা হয়। অদূর-ভবিষ্যতে পাঁচ দিনের ক্রিকেটেও এই স্মার্ট বল আনার ভাবনা রয়েছে সংস্থার।

বিশেষ এই বল গতি, বাউন্স ইত্যাদির সমস্ত পরিসংখ্যান দিতে পারবে। সেই সঙ্গে আম্পায়ারদেরও সাহায্য করবে চিপ বসানো এই বল। বিশেষ করে ডিআরএস, এলবিডব্লিউয়ের ক্ষেত্রে বলের চিপের মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে নির্ভুল সিদ্ধান্ত জানাতে পারবেন আম্পায়াররা।

English summary
smart ball in smart cricket: new technology upgraded in ball Set to revolutionise cricket analytics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X