For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE খেলার দুনিয়ার আপডেট: ইডেনের প্রথম ৩ দিনের টিকিট শেষ, স্বার্থের সংঘাত ইস্যুতে ক্লিনচিট সৌরভের

ইডেনের প্রথম ৩ দিনের টিকিট শেষ, স্বার্থের সংঘাত ইস্যুতে ক্লিনচিট সৌরভের

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

১৭ নভেম্বর খেলার দুনিয়ায় যাবতীয় আপডেট পেতে ফলো করুন স্পোর্টস লাইভ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে সাঁতার, সব খেলার দিনভর আপডেট এই লাইভ লিঙ্কে।

LIVE খেলার দুনিয়ার আপডেট: ইডেনের প্রথম ৩ দিনের টিকিট শেষ, স্বার্থের সংঘাত ইস্যুতে ক্লিনচিট সৌরভের

Newest First Oldest First
5:58 PM, 17 Nov

ইডেনের পিচ কিউরেটর সূজন মুখোপাধ্যায় বলেন, 'বুলবুলের সময় বৃষ্টির কারণে পিচ তৈরির সময় বৃষ্টি একটা বাধা হয়েছিল। তবে এখন পিচ ম্যাচের জন্য় পুরোপুরি তৈরি। দিন রাতের ঐতিহাসিক টেস্টের জন্য আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। ইডেন এসে উপভোগ্য ম্যাচ দেখবেন দর্শকরা। এবার শুধু বল গড়ানোর অপেক্ষা।'
5:58 PM, 17 Nov

এবার ঐতিহাসিক ম্যাচের জন্য় পিচ তৈরির কাজ সম্পূর্ণ হল।
5:58 PM, 17 Nov

দরজায় কড়া নাড়ছে ইডেন টেস্ট। শহর জুড়ে এখন টিকিটের হাহাকার! একটা টিকিট হবে, শহরের ক্রিকেটপিপাসুদের মুখে মুখে এখন এই এক আর্জি! ২২ নভেম্বর কলতাকায় ক্রিকেটের নন্দনকাননে বসতে চলেছে গোলাপি বলে ভারত বাংলাদেশ দিন রাতের হাইভোল্টেজ টেস্ট। যা নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। মাঠে বড় গড়ানোর আগে বাইরের এই উত্তাপের আন্দাজ পাওয়া যাচ্ছে ময়দান চত্বরে।
4:58 PM, 17 Nov

কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন শামি-মায়াঙ্ক। ব্যাটিংয়ে ১১ নম্বরে উঠে এসেছেন মায়াঙ্ক আগারওয়াল আর বোলারদের মধ্যে ৭ নম্বরে উঠে এসেছেন মহম্মদ শামি।
3:47 PM, 17 Nov

১৩৩ রান তাড়া করতে নেমে শেষ পাঁচ বলে পুদুচেরির ৮ রান প্রয়োজন ছিল। এরপরই বিনয়ের ব্যাটে কামাল। দুই বল বাকি থাকতে একটি ছয় ও একটি চার হাঁকিয়ে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মাঠে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন বিনয় কুমার। ম্যাচে টান টান উত্তেজনার মুহূর্তে ৬ বলে ১৫ রান হাঁকিয়েছেন বিনয়।
3:47 PM, 17 Nov

সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে বাংলা-পুদুচেরির থ্রিলার লডা়ই। শেষ ওভারে হল ম্যাচের ফয়সলা। ম্যাচে স্নায়ুর চাপ ধরে রেখে দলকে জয় এনে দেন বিনয় কুমার।
2:24 PM, 17 Nov

ইন্দোর টেস্টে শামি ৭ উইকেট তুলে নেন।
2:24 PM, 17 Nov

মহম্মদ শামিকে এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার বললেন ডেল স্টেইন।
12:34 PM, 17 Nov

নির্ধারিত ২০ ওভারে আসামের বিরুদ্ধে ২০৬ রান তোলে মুম্বই।
12:34 PM, 17 Nov

মুম্বইয়ের ব্যাটিংয়ের ১৬ তম ওভারে রায়ান প্রয়াগের বলে পৃথ্বী আউট হয়েছেন।
12:33 PM, 17 Nov

আদিত্য থারের সঙ্গে মুম্বইয়ের হয়ে এদিন ওপেনিংয়ে নেমে ৩২ বলে অর্ধশতরান করেন। আসামের বিরুদ্ধে শেষ পর্যন্ত ৬৩ রান করে আউট হন। এই রানে পৌঁছতে ডানহাতি ব্যাটসম্যান ৩৮ বল খেলেন।
12:33 PM, 17 Nov

নির্বাসন কাটিয়ে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে বাইশ গজে ফিরেছেন পৃথ্বী শ।
11:44 AM, 17 Nov

গোলাপি বলে ভারত বাংলাদেশের দিন রাতের টেস্ট নিয়ে উত্তেজনার পারদ এতটাই তুঙ্গে যে ম্যাচের প্রথম তিন দিনের টিকিট নিমেষের মধ্য়ে শেষ হয়ে গিয়েছে। খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শনিবার এই পরিসংখ্য়ান জানিয়েছেন।
11:44 AM, 17 Nov

ভারতের মাটিতে প্রথম দিন রাতের টেস্ট। আর সেটাও ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে।
10:53 AM, 17 Nov

এথিক্স অফিসার ডি কে জৈন এবার বলেছেন, 'এই মুহূর্তে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ডের একাধিক পদে নেই। তাই তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের যে অভিযোগ ছিল, তা আর খাটছে না।'
10:53 AM, 17 Nov

চলতি বছরের ৪ অক্টোবর দেশের প্রাক্তন ক্রিকেটার ও সেই সময়ের সিএবি প্রেসিডেন্টের বিরুদ্ধে একই সঙ্গে বোর্ডের একাধিক পদের দায়িত্বে থাকার অভিযোগ আনা হয়
10:52 AM, 17 Nov

এর আগে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন।
10:52 AM, 17 Nov

বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ খারিজ করলেন বোর্ডের এথিক্স অফিসার ডি কে জৈন।

English summary
Sports Live: Sports news update of 17 november 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X