For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরবর্তী সময় কোন সিরিজ দিয়ে বিরাটদের মাঠে ফিরতে দেখা যেতে পারে

করোনা পরবর্তী সময় কোন সিরিজ দিয়ে বিরাটদের মাঠে ফিরতে দেখা যেতে পারে

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে ক্রিকেট বন্ধ। মারণ ভাইরাসের বিশ্বজুড়ে ভয়াবহ সংক্রমণের কারণে খেলার জগতে তালা পড়েছে। এই পরিস্থিতিতে বিরাটের ভারত ফের কবে মাঠে নামবেন তাঁর কোনও ইঙ্গিত নেই। তবে সম্ভবত কোন প্রতিপক্ষের বিরুদ্ধে করোনা পরবর্তী সময়ে কোহলিদের মাঠে দেখা যেতে পারে, তা জানা গেল।

শ্রীলঙ্কার আমন্ত্রণ

শ্রীলঙ্কার আমন্ত্রণ

জুলাই মাসে শ্রীলঙ্কা বোর্ড ভারতকে তিনটি ওডিআই ও তিনটি টি-২০ খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ভারতের সঙ্গে খেললে অনেক চ্যানেল আকর্ষিত হবে বলেই তাদের বিশ্বাস।

কী শর্তে সিরিজ

কী শর্তে সিরিজ

ভারতীয় দল কোয়ারেন্টাইন নিয়ম মানলে ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হতে করতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আগ্রহ দেখিয়েছে।

ক্রিকেটের বিশাল ক্ষতি

ক্রিকেটের বিশাল ক্ষতি

করোনার কারণে মার্চ থেকে বিশ্বে ক্রিকেট বন্ধ। ফলে ক্রিকেট খেলিয়ে প্রতিটি দেশকেই কঠিন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ক্রিকেট বোর্ডগুলির ক্ষতির কারণে এখন যত তাড়াতাড়ি সম্ভব তারা ক্রিকেট মাঠে ফিরতে চায়।

ক্রিকেটারদের বেতনে কাটছাঁট

ক্রিকেটারদের বেতনে কাটছাঁট

আর্থিক ধাক্কায় বিশ্বের বিভিন্ন ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের বেতনও কমিয়ে দিয়েছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও বিরাট-রোহিতদের বেতন কাটছাঁট করেনি।

বিরাটরা কী খেলতে যাবেন

বিরাটরা কী খেলতে যাবেন

বিসিসিআই মৌখিকভাবে সফর করতে রাজি তবে সরকারি অনুমতি মিললে তবেই জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যেতে পারে ভারতীয় দল। বিসিসিআইয়ের ট্রেজারার অরুণ ধুমাল এমনটা জানিয়ে রেখেছেন।

করোনা পরিস্থিতির উপর নির্ভরতা

করোনা পরিস্থিতির উপর নির্ভরতা

পুরোটাই অবশ্য জুলাইয়ে করোনা পরিস্থিতি কী হয়, তার উপর নির্ভর করেছে। কারণ গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউনে চলছে। খেলোয়াড়রাও কোনও ধরনের প্রস্তুতিতে নেই। নিয়মিত অনুশীলন আর ম্যাচ ফিটনেস ছাড়া বিদেশ সফর করার সম্ভবনা তাই নেই বললেই চলে।

কোষাধ্যক্ষ যা বলেছেন

কোষাধ্যক্ষ যা বলেছেন

বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ' লকডাউন শিথিল এবং ভ্রমণনীতি শিথিল হলে সিরিজ নিয়ে ভাবা যাবে। করোনা উদ্বেগের মাঝে খেলোয়াড়দের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা গেলে বিসিসিআই সফর করতে তৈরি।'

বিসিসিআইয়ের উদ্যোগ

বিসিসিআইয়ের উদ্যোগ

যদিও বিসিসিআই সম্প্রতি 'আইসোলেশন ক্যাম্প' তৈরি করে দ্রুতই খেলোয়াড়দের অনুশীলনের ব্যবস্থা করতে চেষ্টা চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

বন্ধ আইপিএল

বন্ধ আইপিএল

অন্যদিকে ২৯ মার্চ আইপিএল শুরুর কথা থাকলেও দেশে ২৫ মার্চ থেকে চলা ম্যারাথন লকডাউনের কারণে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত হয়েছে।

English summary
Sri Lanka Cricket writes to BCCI for team india's tour in July after Corona Pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X