For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি২০-তে সর্বোচ্চ রানের ইনিংস, সব ভারতীয়ের আগে শ্রেয়স! পিছনে পড়ল কোন চারজন, দেখে নিন

মুম্বইয়ের ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০১৯-এর ম্যাচে সিকিমের বিপক্ষে ভারতীয় ব্য়াটসম্য়ান হিসেবে টি২০-তে সর্বোচ্চ রানেরশ ইনিংস খেলার রেকর্ড করলেন।

  • |
Google Oneindia Bengali News

২০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসে সব ভারতীয়কে পিছনে ফেললেন শ্রেয়স আইয়ার। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সৈয়দ মুস্তাক আলি ট্রফি-র ম্যাচে সিকিমের বিরুদ্ধে ৫৫ বলে ১৪৭ রান করে মুম্বইকে ২৫৮/৪ রানের স্কোরে পৌঁছে দেন তিনি। ২৪ বছরের শ্রেয়স এদিন ৫টি ছয় ও ৭টি চার মেরেছেন।

ভারতীয় দলের বিশ্বকাপে দলে ঢোকার দৌড়ে অবশ্য তিনি নেই। ভারতের হয়ে ৬টি করে ওডিআই ও টি২০আই খেলে তিনি খুব একটা প্রভাবিত করতে পারেননি। কিন্তু দিল্লি ক্যাপিটালস-এর অধিনায়ক যদি আইপিএল-এও এই ফর্মে ব্যাট করে যেতে পারেন, তাহলে তাঁর সামনে হঠাত একটা সুযোগ এসে যেতেও পারে।

শ্রেয়সের এদিনের ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি ছিনিয়ে নিলেন ঋষভ পন্থের হাত থেকে। তাঁর এই নজির গড়ার দিনে একবাহর দেখে নেওয়া যাক টি২০ ক্রিকেটে ভারতীয়দের খেলা প্রথম ৫ সর্বোচ্চ রানের ইনিংসগুলি -

শ্রেয়স আইয়ার

শ্রেয়স আইয়ার

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০১৯-এর ম্য়াচে মুম্বইয়ের হয়ে সিকিমের বিরুদ্ধে ৫৫ বলে ১৪৭ রান করলেন শ্রেয়স আইয়ার। এটিই এখন ভারতীয় ব্যাটসম্য়ানদের মধ্যে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস।

ঋষভ পন্থ

ঋষভ পন্থ

ভারতের এই তরুণ বিস্ফোরক ব্যাটসম্য়ান-উইকেটরক্ষক গত বছরের আইপিএল-এই দিল্লি ক্যাপিটালস (তখন ডেয়ারডেভিলস)-এর হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ৬৩ বলে ১২৮ রানের ইনিংস খেলেছিলেন। মারেন ১৫টি চার ও ৭টি ছয়।

মুরলি বিজয়

মুরলি বিজয়

২০১০ সালের আইপিএল-এ চেন্নাই সুপার কিংস-এর হয়ে মুরলি বিজয় রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৬ বলে ১২৭ রান করেছিলেন। তিনি মেরেছিলেন ৮টি চার ও ১১টি ছয়।

সুরেশ রায়না

সুরেশ রায়না

গত বছরই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উত্তরপ্রদেশে হয়ে সুরেশ রায়না ৫৯ বলে ১২৬ রান করেন। ইনিংসে ছিল ১৩টি চার ও ৭টি ছয়। বিপক্ষে ছিল বাংলা।

বীরেন্দ্র সেওয়াগ

বীরেন্দ্র সেওয়াগ

আিপিএল ২০১৪-র কোয়ালিফায়ারে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এই প্রাক্তন ভারতীয় ওপেনার চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে ১৫টি চার ও ৮টি ছয় মেরে ৫৮ বলে ১২২ রান করেছিলেন।

English summary
Mumbai batsman Shreyas Iyer has smashed the highest T20 score by an Indian against Sikkim in the Syed Mushtaq Ali Trophy 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X