For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল-এ কেকেআর, তিনটি বিষয়ে নজর দিলে এবছর লড়াইয়ে ফিরতে পারে কলকাতা

শুরুর দিকের আইপিএল-এ কেকেআর-এর অবস্থান বেশ ভালই ছিল।

  • |
Google Oneindia Bengali News

শুরুর দিকের আইপিএল-এ কেকেআর-এর অবস্থান বেশ ভালই ছিল। বলিউড স্টার শাহরুখ খান এবং জুহি চাওলার দলের ক্যাপ্টেন ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০০৯ ও ২০১০ সালে কেকেআর যথাক্রমে অষ্টম ও ষষ্ঠস্থান দখল করেছিল প্রতিযোগিতায়। ২০১১ সালে তারা চতুর্থ স্থান দখল করে। ২০১২ সালে খেতাব জিতলেও পরের বছরেই তারা সপ্তম স্থান পায়। তবে ২০১৪ সালে তারা দ্বিতীয় মুকুট পায়।

অর্ধেশ দশকে শুধু ওঠা-নামা

অর্ধেশ দশকে শুধু ওঠা-নামা

গত অর্ধেক দশক ধরে কোনওবার একটু ওপরে উঠছে তো কোনওবার নিচে নামছে। ২০১৫ ও ২০১৯ সালে তারা পঞ্চম স্থান দখল করে। কিন্তু মধ্যে তিন বছর ২০১৬-২০১৮ পরপর ৩ বছর তাদের পারফরম্যান্স ছিল খুবই খারাপ।

তিনটি বিষয়ে নজর দিলে ফল ভাল হতে পারে কেকেআর-এর

১) মোড় ঘোরাতে পারে ইংল্যান্ডের খেলোয়াড়রা

১) মোড় ঘোরাতে পারে ইংল্যান্ডের খেলোয়াড়রা

কেকেআর-এ এবার রয়েছেন ইংল্যান্ডের দুই খেলোয়াড়। তাদের বিভিন্ন গুণ ও অভিজ্ঞতা রয়েছে। এঁদের মধ্যে মরগ্যান বিশ্বকাপের ক্যাপ্টেন। যাঁর হাতে বিপক্ষকে বড় আঘাত করার ইতিহাস রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে তো ১৭ টি ছয় মারার রেকর্ড তারই ঝুলিতে। তবে তাঁর আইপিএল-এর রেকর্ড খুব একটা ভাল নয়। ৫২ টি ম্যাচ থেকে ৮৫৪ রান।

অপর খেলোয়াড় হলেন চম বন্টন। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর ব্যাট থেকে ভাল রান রয়েছে। সম্প্রতি শেষ হওয়া বিগ বাস লিগে ভালই রান পেয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৭৬.৯৮।

 ২) মান রাখতে পারেন সব থেকে দামী প্যাট কমিন্স

২) মান রাখতে পারেন সব থেকে দামী প্যাট কমিন্স

২০২০ সালের নিলামে অস্ট্রেলিয়ার বোলার প্যাট কমিন্সের দাম উঠেছিল সব থেকে বেশি, ১৫.৫ কোটি টাকা। এর আগে কমিন্স শেষবার আইপিএল খেলেছিলেন ২০১৭ সালে, দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ১২ টি ম্যাচ থেকে সংগ্রহ করেছিলেন ১৫ উইকেট।

২০১৯ সাল পর্যন্ত তাঁর স্টক ক্রমশ বেড়েছে। গাব্বার শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ১০ উইকেট পেয়েছিলেন তিনি।

কমিন্স বর্তমানে আইসিসি টেস্ট বোলিং-এ শীর্ষস্থানে রয়েছেন।

৩) এবারও প্রভাব রাখতে পারেন রাসেল

৩) এবারও প্রভাব রাখতে পারেন রাসেল

২০১৯-এর আইপিএল-এ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার অ্যান্ড্রু রাসেলের প্রভাব ছিল যথেষ্টই। ১৪ টি ম্যাচে তিনি করেছিলেন ৫১০ রান। এই রান তিনি করেছিলেন ২৪৯ বলে। অ্যাভারেড ৫৬.৬৬ হলেওো স্ট্রাইক রেট ছিল ২০৪.৮১। রাসেল ভাল খেলা সত্ত্বেও কেকেআর ভাল ফল করতে পারেনি। কেননা রাসেলের সঙ্গে দাঁড়িয়ে খেলার মতো কেউ ছিল না। এবার রাসেলের প্রতি আশা রয়েছে। টিম ম্যানেজমেন্টকে দেখতে হবে কিভাবে রাসেলকে ব্যবহার করা যায়।

English summary
Three things to improve KKR's performance this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X