For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের অপসারণের পর কেকেআর অধিনায়ক গম্ভীরকে ঠিক কী বলেছিলেন শাহরুখ

সৌরভের অপসারণের পর কেকেআর অধিনায়ক গম্ভীরকে ঠিক কী বলেছিলেন শাহরুখ

  • |
Google Oneindia Bengali News

২০১১ সালে অধিনায়কত্ব হারানোর পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স থেকে বিতাড়িত হয়েছিলেন মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। দলের নেতা বাছা হয়েছিলেন টিম ইন্ডিয়ার ততকালীন ওপেনার গৌতম গম্ভীরকে। এই সিদ্ধান্ত নিয়ে বিস্তর সমালোচনা, সংবাদমাধ্যমে লেখালেখি হওয়া সত্ত্বেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল শাহরুখ খানের দল। উল্টে সৌরভ নেতৃত্বাধীন দলের খোলনোলচে পাল্টে নতুন অধিনায়ককে ঠিক কী বার্তা দিয়েছিলেন বলিউড বাদশা, তা জেনে নেওয়া যাক।

সৌরভের নেতৃত্বে শুরু

সৌরভের নেতৃত্বে শুরু

২০০৮ সালে আইপিএলের প্রথম মরশুমের শুরুটা দারুণভাবে করেছিলে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। ব্রেন্ডন ম্যাকুলামের বিধ্বংসী ১৫৮ রানের সুবাদে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রাহুল দ্রাবিড়ের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়েছিল কেকেআর। যদিও এরপর দলের পারফম্যান্সের গ্রাফ নিচের দিকে নেমেছিল।

কেকেআরের ব্যর্থতা

কেকেআরের ব্যর্থতা

সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও আইপিএলের প্রথম মরশুমে নক-আউট স্তরে পৌঁছতে ব্যর্থ হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ২০০৯ সালে মহারাজ ছাড়াও দলে একাধিক অধিনায়কের উপস্থিতিও কেকেআরের পারফরম্যান্সে কোনও বদল ঘটাতে পারেনি। ২০১০ সালেও প্লে-অফ খেলতে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেকেআর।

কাঠগড়ায় মহারাজ

কাঠগড়ায় মহারাজ

আইপিএলের টানা তিন মরশুমে কেকেআরের ধারাবাহিক ব্যর্থতার জন্য বিশেষজ্ঞরা নিলামে ক্রিকেটার নির্বাচনকে দায়ী করলেও, ম্যানেজমেন্টের কোপে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০১০ মরশুমে শাহরুখ খান শিবিরের হয়ে সর্বাধিক রান করা সত্ত্বেও দাদাকে অধিনায়কত্ব তো বটেই, দল থেকেই ছেঁটে ফেলা হয়েছিল। সেই বেদনাতুর স্মৃতি এখনও দাদা-ভক্তদের মনে আঘাত করে চলে। ২০১১ সালে পুনে ওয়ারিয়র্সে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হয়েছিল টিম ইন্ডিয়ার ততকালীন ওপেনার গৌতম গম্ভীরকে।

গম্ভীরের হাতে দায়িত্ব

গম্ভীরের হাতে দায়িত্ব

২০১১ সালে দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। টুর্নামেন্টের ফাইনালে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলা গৌতম গম্ভীরকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচন করে টিম ম্যানেজমেন্ট। ভাঙাচোরার পর আমুল পরিবর্তন আনা হয়েছিল দলে। কেকেআরে অন্তর্ভূক্ত হয়েছিলেন ইউসুফ পাঠান, জ্যাক কালিস, সুনীল নারিনের মতো ক্রিকেটাররা। সেই বছর প্লে-অফ খেলেছিল কেকেআর। পরের মরশুম বা ২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের দল। ২০১৪ সালে ফের খেতাব ঘরে তুলেছিল গৌতম গম্ভীর নেতৃত্বাধীন দল।

গম্ভীর ও বাদশার কথোপকথন

গম্ভীর ও বাদশার কথোপকথন

সৌরভের পরিবর্তে গৌতম গম্ভীরকে অধিনায়ক নির্বাচন করার পর দলের নতুন নেতার সঙ্গে বৈঠক করেছিলেন মালিক শাহরুখ খান। তাঁদের মধ্যে কী কথা হয়েছিল, তা এতদিন পর জানালেন গৌতি। গম্ভীরকে শাহরুখ বলেছিলেন, এটা তাঁর দল। 'তৈরি করো কিংবা ভেঙে ফেলো।' জবাবে গম্ভীর বাদশাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি যখন কেকেআর ছাড়বেন, তখন দল অন্য উচ্চতায় পৌঁছে যাবে।

র‌্যাকিটিচের গোল ফের লিগ শীর্ষে মেসির দল, বিলবাও-এর বিরুদ্ধে কষ্টার্জিত জয় বার্সারর‌্যাকিটিচের গোল ফের লিগ শীর্ষে মেসির দল, বিলবাও-এর বিরুদ্ধে কষ্টার্জিত জয় বার্সার

English summary
What Shah Rukh Khan told Gautam Gambhir after the exclusion of Sourav Ganguly from KKR
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X