For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল শুরুর আগে কেকেআরের কপালে ভাঁজ, দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনারকে হারাতে পারে নাইটব্রিগেড

এযেন মাঠে নামার আগে সমস্যায় জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। আইপিএল শুরুর আগে একে একে যেন বোলার খাতায় টান পড়ছে নাইটদের। এবার সমস্যার নাম প্রবীণ তাম্বে!

  • |
Google Oneindia Bengali News

এযেন মাঠে নামার আগে সমস্যায় জর্জরিত কলকাতা নাইট রাইডার্স। আইপিএল শুরুর আগে একে একে যেন বোলারের খাতায় টান পড়ছে নাইটদের। এবার সমস্যার নাম প্রবীণ তাম্বে!

আইপিএল শুরুর কেকেআরের কপালে ভাঁজ, দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনারকে হারাতে চলেছে নাইটব্রিগেড

কলকাতায় নিলামের আসর থেকে এবছর ৪৮ বছরের সিনিয়র স্পিনার প্রবীণ তাম্বকে দলে নিয়েছে নাইট শিবির। দলে এবার তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। তাম্বেকে ২০ লক্ষ টাকায় বেস প্রাইস কেকেআর দলে নিয়েছিল।

বোর্ডের এক কর্তা জানিয়েছেন, 'বিসিসিআইয়ের গাইডলাইনে স্পষ্টভাবে বলা আছে, আইপিএলে খেলা ক্রিকেটার শুধুমাত্র আইপিএলেই খেলতে পারবেন। অন্য দেশে কোটি টাকার ক্রিকেট লিগে খেলার কোনও রকম অনুমতি দেওয়া হয় না। কিন্তু তাম্বের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। তাম্বে টি-টেন ক্রিকেটের ড্রাফ্টে নাম লিখিয়েছিলেন। আবুধাবিতে এরপর টি-১০ ক্রিকেট খেলেছেন এই স্পিনার। সেক্ষেত্রে একজন ক্রিকেটারের জন্য এই প্রোটোকল ভাঙা সম্ভব নয়।'

উল্লেখ্য ২০১৮ সালে তাম্বে টি-১০ ক্রিকেটে পাঁচ উইকেট নিয়েছিলেন। এই তালিকায় সীমিত ওভারের ক্রিকেট স্পোশালিস্ট ক্রিস গেইল, ইয়ন মর্গ্যান, কাইরন পোলার্ড, ক্রিস জর্দনদের উইকেট রয়েছে।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/kSUjamMXbkg" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

আইপিএলে এর আগে রাজস্থান, সানরাইজার্স ও গুজরাত লায়ন্সের হয়ে তাম্বে খেলেছেন। আইপিএল তাঁর উইকেট সংখ্যা ২৮টি।

উল্লেখ্য এবছর কেকেআর নিলাম থেকে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিস গ্রিনকে দলে নিয়েছে। এই ক্রিকেটারকে আপত্তিকর বোলিংয়ের জন্য বিস ব্যাশ লিগে, ৯০ দিনের জন্য বল করা থেকে নির্বাসন করা হয়েছে।

English summary
Why kkr 48 years old spinner Pravin Tambe not eligible to play IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X