সোনার মেয়েরা সোনা এনে দিচ্ছেন ভারতকে। কমনওয়েলথ গেমসের প্রথম দিন মীরাবাই চানু নতুন গেমস রেকর্ড করেছিলেন।
[আরও পড়ুন:কমনওয়েলথের দ্বিতীয় দিনে আর এক চানুর হাত ধরে সোনা জয় ভারতের]
আর শুক্রবার দিন ভারতকে ফের সোনা এনে দিলেন আরও এক মণিপুরী মহিলা ভারোত্তোলক, সঞ্জিতা চানু। মহিলাদের ৫৩ কেজি বিভাগে সোনা জিতেছেন তিনি।
নিজের বিভাগে মোট ১৯২ কেজির ওজন তোলেন চানু। দ্বিতীয় স্থানে থাকা পাপুয়া নিউ গিনির লোয়া ডিকা টুয়ার থেকে দশ কেজি বেশি। এর আগের কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগেও সোনা জিতেছিলেন তিনি। ধারাবাহিকতা বজায় রেখে ফের বাজিমাত।
Congratulations to Deepak LATHER for winning Bronze medal in Men's 69kg weightlifting @gc2018 pic.twitter.com/5Uu5rZ86Dl
— India in Australia (@HCICanberra) April 6, 2018
এদিকে পুরুষদের ভারোত্তোলনেও এল পদক। পুরুষদের ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পান দীপক লেথর। ভারতের এখন দুটি সোনা, একটি রুপো এবং একটি ব্রোঞ্জ জিতেছে।
Here are some moments captured from the Indian Eves’ dominating win against Malaysia in the second group stage match at the @GC2018 XXI Commonwealth Games in Australia on 6th April. Album- https://t.co/j3W7qSLmCR#IndiaKaGame #HallaHockeyKa #GC2018 pic.twitter.com/r9dANHbxci
— Hockey India (@TheHockeyIndia) April 6, 2018
মহিলাদের হকি দল প্রথম ম্যাচে ওয়েলশের কাছে হারলেও এদিন মালয়েশিয়ার বিরুদ্ধে 4-1 গোলে জিতল। এদিন জোড়া গোল করেন গুরজিত কৌর। এছাড়াও গোল পান রাণী ও লালরেমসিমাই।
এদিকে মহিলাদের স্কোয়াশে দীনেশ কার্তিকের স্ত্রী র শুরু ভালো হল না।তিনি ইল্যান্ডের অ্যালিসনের কাছে হেরে গেলেন। যদিও জ্যোৎস্না চিনাপ্পা জিতেছেন। এদিকে ব্যাডমিন্টনে স্কটল্যান্ডের বিরুদ্ধে 5-0 জিতলেন সাইনা, অশ্বিনী পোনাপ্পা, প্রণয়রা।