For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমনওয়েলথে ৭৮ বছরের ইতিহাসে তৃতীয় সেরা পারফরম্যান্স ভারতের

এবছর সবকটি দেশের মধ্যে পদক তালিকায় ভারত তৃতীয় স্থানে শেষ করেছে। মোট ৬৬টি পদক এবার ভারত জিতেছে।

  • |
Google Oneindia Bengali News

এবছরের কমনওয়েলথ গেমসে অভাবনীয় সাফল্য পেয়েছেন ভারতের অ্যাথলিটরা। বক্সিং থেকে কুস্তি, জ্যাভলিন থেকে ব্যাডমিনটন সবেতেই ভারতের খেলোয়াড়রা অসাধারণ পারফরম্যান্স করেছেন। এবছর সবকটি দেশের মধ্যে পদক তালিকায় ভারত তৃতীয় স্থানে শেষ করেছে। মোট ৬৬টি পদক এবার ভারত জিতেছে। তার মধ্যে ২৬টি সোনা, ২০টি রুপো ও ২০টি ব্রোঞ্জ।

কমনওয়েলথে ৭৮ বছরের ইতিহাসে তৃতীয় সেরা পারফরম্যান্স ভারতের

এবারে অস্ট্রেলিয়া পদক তালিকায় সবার উপরে শেষ করেছে। মোট ১০৮টি পদক জিতেছে ক্যাঙারুর দেশ। যার মধ্যে ৮০টি সোনা, ৫৯টি রুপো ও ৫৯টি ব্রোঞ্জ রয়েছে।

ইংল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে। মোট ১৩৬টি পদক জিতেছেন ব্রিটিশ খেলোয়াড়রা। এর মধ্যে রয়েছে ৪৫টি সোনা, ৪৫টি রুপো ও ৪৬টি ব্রোঞ্জ পদক।

কমনওয়েলথে ৭৮ বছরের ইতিহাসে তৃতীয় সেরা পারফরম্যান্স ভারতের

এর আগে ২০০২ সালে ভারত মোট ৬৯টি পদক জিতেছিল। তার মধ্যে ছিল ৩০টি সোনা, ২২টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ পদক। তবে সবচেয়ে ভালো পারফরম্যান্স ভারত করেছে ২০১০ সালের কমনওয়েলথ গেমসে।

সেবছর দিল্লিতে কমনওয়েলথ গেমসের আসর বসেছিল। মোট ১০১টি পদক জিতে দ্বিতীয় স্থানে শেষ করে ভারত। এর মধ্যে ৩৮টি সোনা, ২৭টি রুপো ও ৩৬টি ব্রোঞ্জ ছিল। কমনওয়েলথের ইতিহাসে এটাই ভারতের সেরা পারফরম্যান্স।

English summary
India won 26 gold, 20 silver and 20 bronze medals to finish behind Australia and England, making it the third most successful Commonwealth Games for the country
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X