For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোল্ডকোস্ট থেকে 'গোল্ড' আনার অঙ্গীকার সাক্ষীর

গোল্ডকোস্ট থেকে সোনা আনার বিষয়ে বদ্ধপরিকর সাক্ষী মালিক।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

যে কোনও বিশ্বমানের ইভেন্টে তিনি এখন ভারতের মুখ। তাঁকে নিয়ে পদকের স্বপ্ন দেখে দেশবাসী। অলিম্পিক্সে কুস্তিতে ব্রোঞ্জজয়ী সাক্ষী মালিক নিজেও সে কথা জানেন। আর তাই গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও দেশকে সোনা এনে দেওয়ার অঙ্গীকার করছেন সাক্ষী।

গোল্ডকোস্ট থেকে গোল্ড আনার অঙ্গীকার সাক্ষীর

পদক জয়ের সম্ভবনা উজ্জ্বল করতে নিজের কুস্তির প্যাঁচে আরও একটি নতুন প্যাঁচের কৌশলও ইতিমধ্যে লখনউয়ের অনুশীলনে রপ্ত করেছেন অলিম্পিক্স পদকজয়ী। তিনি বলেছেন, 'এখন মনে হচ্ছে দেশে কুস্তির ভবিষ্যত আরও উজ্জ্বলতর হচ্ছে।'

সাক্ষী আরও বলেছেন , 'আমার প্রস্তুতি খুব ভালো হয়েছে। কঠোর অনুশীলন করছি। কথা দিচ্ছি, এবার সোনার পদক জয় করার পূর্ণ চেষ্টা করব। নাইজেরিয়া এবং কানাডার সঙ্গে লড়াইটা খুব কঠিন হবে। তবে ভিডিও ফুটেজ দেখে আমি নিজেকে প্রস্তুত করছি।'

এদিকে নিজের নতুন শেখা কৌশল অবশ্য ঠিক কী, এখনই খোলসা করতে বলতে নারাজ কমনওয়লেথে ভারতের পদকের আশা। একেবারে কুস্তির ম্যাটে প্রতিপক্ষকে যখন কাত করবেন তখনই বোঝা যাবে ঠিক কী শিখেছেন সাক্ষী। 'দেশের জন্য অস্ট্রেলিয়ায় পদক জেতাই লক্ষ্য। প্রস্তুতি দারুণ। আমি ১০০ শতাংশ দেব। দিনে দু'বার করে ট্রেনিং করছি। '

এতেই শেষ নয় সাক্ষী আরও বলেছেন, শুধু টেকনিক নয় স্পিডের ওপরেও জোর দিচ্ছেন তিনি।

English summary
Sakshi Malik is focused to bring gold from gold coast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X