For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট! শাপে বর ভারতের, কঠিন পরীক্ষায় মহেন্দ্র সিং ধোনি

সিডনিতে প্রথম ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শরুতেই সমস্যায় পড়ল ভারত।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার ২৮৯ রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমে, শুরুতেই হোঁচট খেল ভারত। ৪ ওভার যেতে না যেতেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন শিখর ধাওয়ান, বিরাট কোহলি ও আম্বাতি রায়ডু। আপাতত দলের ইনিংস থিতু করার লড়াই চালাচ্ছেন রোহিত শর্মা (১১*) ও এমএস ধোনি (৩*)। ১০ ওভারের শেষে ভারতের রান ২২-৩।

রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেল ভারত

স্টার্ক-কামিন্স-হ্য়াজেলউড বিহীন অস্ট্রেলিয় বোলিং লাইনআপের বিরুদ্ধে এদিন একেবারে প্রথম ওভারেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। প্রথম ওভারের শেষ বলে স্ট্রাইক পেয়েছিলেন শিখর। বেহেরনডর্ফের বলটি উইকেটের সামনে তাঁর পা পেয়ে যায়। ফলে কোনও রান যোগ না করেই এদিন প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান। এটিই তাঁর কেরিয়ারের প্রথম 'গোল্ডেন ডাক'।

এরপর মাঠে আসেন কোহলি। কিন্তু সবাইকে বিস্মিত করে তিনিও এদিন ৮ বলের বেশি টিকতে পারেননি। রান করেন মাত্র ৩। ঝাই রিচার্ডনের বলটি ছিল তাঁর প্য়াডের লাইনে। ফঅলিক করেছিলেন কোহলি। যা সরাসরি জমা হয় শর্ট লেগে মার্কাস স্টইনিসের হাতে।

এরপর অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম পরীক্ষায় ডাহা ফেল করেন রায়ডুও। মাত্র ২ বল খেলে কোনও রান করতে না পেরেই এলবিডব্লু হয়ে যান। শুধু তাই নয়, অনাবশ্যক রিভিউ নিয়ে ভারের একটি রিভিউ-ও নষ্ট করেন। এক্ষেত্রেও ঘাতক বোলার সেই রিচার্ডসন। ফলে ভারত মাত্র ৪ ওভারে ৪ রানে ৩ উিকেট হারিয়েছিল।

তারপর থেকে অবশ্য ধীরে ধীরে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা চালিয়ে যাচ্ছেন রোহিত ও ধোনি। অতীতে বহুবার এমন পরিস্থিতিতে ত্রাতা হয়ে উঠেছেন ধোনি। আজ তাঁর চরম পরীক্ষা। ম্যাচের পর ম্যাচ ভারতের প্রথম তিনজন ব্যাটসম্য়ানের রানে ভারতের মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে গিয়েছে। কাদজেই ম্যাচের নিরিখে অবস্থাটা ভারতের জন্য খুব খারাপ হলেও, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখতে গেলে এতে কিন্তু শাপে বর হল ভারতের জন্য।

English summary
India struggling early in chasing the target against Australia in the 1st ODI at Sydney.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X