For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মজবুত হল অ্যাডিলেড-বিরাট সম্পর্ক! রান তাড়া করে ২৪তম শতরান পেলেন চেজমাস্টার

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচে ফের শতরান করলেন বিরাট কোহলি। 

  • |
Google Oneindia Bengali News

ইদানিং, টেস্ট হোক কি একদিনের ম্যাচ। বিরাট কোহলির শতরান করাটা প্রায় নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার ২৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আরও একটি শতরান করে দলকে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চেজমাস্টার কোহলি।

রান তাড়ায় ২৪তম শতরান চেজমাস্টারের

তবে অ্যাডিলেডের মন্থর পিচে তাঁর স্বাভাবিক বিস্ফোরক স্ট্রোক প্লে দেখা যায়নি। বরং এই শতরান কিছুটা হিসেবি শতরানই বলা যায়। এদিন ১০৮ বলে শতরানে পৌঁছান তিনি মারেন ৫টি চার ও ২টি ছয়। ৪৩তম ওভারে পিটার সিডলের বল মিডউইকেটে ঠেলে ২রান নিয়ে শতরান সম্পূর্ণ করেন তিনি।

রান তাড়া করার সময়ে শতরান করাটা প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছেন কোহলি। এই নিয়ে তাঁর দ্বিতীয় ইনিংসে ব্য়াট করে ২৪টি শতরান হয়ে গেল। অনেক পিছনে আছেন সচিন তেন্ডুলকার (১৭) ও ক্রিস গেইল/ দিলসান (১১)-রা।

সেই সঙ্গে অ্যাডিলেড ওভালের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কও আরও মজবুত হল। এই মাঠে টেস্টে খেলা তাঁর ইনিংসগুলি হল - ১১৬, ২২, ১১৫, ১৪১, ৩ ও ৩৪। আর একদিনের ম্যাচে আজকের ইনিংসের পর দাঁড়াল - ১৮, ১৫, ১০৭, ১০০*। এমনকী একমাত্র খেলা টি২০আই ম্য়াচেও অ্যাডিলেডে ৯০ রান করেছিলেন কোহলি।

English summary
Virat Kohli scored another century against Australia in the 2nd ODI at Adelaide.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X