For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমিরশাহীতে আইপিএল, ২৪০ পাতার গাইডলাইন বিসিসিআইয়ের

আমিরশাহীতে আইপিএল, ২৪০ পাতার গাইডলাইন বিসিসিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে চলতি বছর সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলেছে আইপিএল। টুর্নামেন্ট চলাকালীন বা তার আগে সুরক্ষিত থাকতে ক্রিকেটারদের কী কী বিধি মেনে চলা উচিত, তা নিয়ে ২৪০ পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি তৈরি করেছে বিসিসিআই। তাতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

করোনা ভাইরাসের আবহে ক্রিকেটারদের সুরক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। তাই ২৪০ পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি তৈরি করেছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। আইপিএল চলাকালীন ক্রিকেটারদের কী করণীয় আর কী নয়, তা সেখানে বলা হয়েছে।

সামাজিক দূরত্ব

সামাজিক দূরত্ব

আইপিএলের উদ্বোধন, ম্যাচ চলাকালীন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেটাররা একে অপরের থেকে কতটা দূরত্ব বজায় রেখে চলবেন, তা ২৪০ পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি-তে বলা হয়েছে। ড্রেসিং রুমের পরিবেশ কেমন হবে, তাও গাইডলাইনের আকারে বলা হয়েছে।

ক্রিকেটারদের ওপর নজর

ক্রিকেটারদের ওপর নজর

আইপিএলে অংশ নিতে চলা ক্রিকেটাররা কোথায় এবং কীভাবে মিলিত হলেন, তাঁদের দুই বার করোনা টেস্ট করা হল কিনা, সব তথ্য ২৪০ পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি-তে থাকবে বলে বিসিসিআই সূত্রে খবর।

বায়ো সিকিওর বাবলের বাইরে নয়

বায়ো সিকিওর বাবলের বাইরে নয়

ম্যাচ চলাকালীন এবং খুব প্রয়োজন ছাড়া ক্রিকেটার, কোচিং স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালদের তাঁদের জন্য নির্ধারিত বায়ো সিকিওর বাবল ছেড়ে না বেরোনোর কথা লেখা থাকতে পারে বিসিসিআই-এর গাইডলাইনে। এ ব্যাপারে জোর নজরদারি চালাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড।

প্যাটেলদের বৈঠক

প্যাটেলদের বৈঠক

আগামী রবিবার অর্থাৎ ২ অগাস্ট বৈঠকে বসছে আইপিএল গভর্নিং কাউন্সিল। বৈঠকে টুর্নামেন্ট নিয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানাবে বিসিসিআই। বৈঠক শেষ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হতে পারে বলে খবর। এরপর ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে ২৪০ পাতার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি তুলে দেওয়া হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

কেন আইপিএল-কেই সেরার সেরা বললেন আক্রম, জেনে নিন কারণকেন আইপিএল-কেই সেরার সেরা বললেন আক্রম, জেনে নিন কারণ

English summary
BCCI has prepared 240 pages guideline for franchises of IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X