For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আতঙ্কে আইপিএল স্থগিত হবে না, ফের বার্তা বিসিসিআই সভাপতি সৌরভের

করোনা আতঙ্কে আইপিএল স্থগিত হবে না, ফের বার্তা বিসিসিআই সভাপতি সৌরভের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে আইপিএল স্থগিত করা হবে না বলে আরও একবার স্পষ্ট জানিয়ে দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রীর দোটনা সত্ত্বেও করোনা মোকাবিলায় বিসিসিআই সবরকম ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন মহারাজ।

আইপিএলের সূচি

আইপিএলের সূচি

আগামী ২৯ মার্চ শুরু হচ্ছে আইপিএলের ১৩তম সংস্করণ। শেষ হবে ২৪ মে। প্রথম ম্যাচ হবে মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গত বারের রানার্স তথা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আইপিএলে ভিড়

আইপিএলে ভিড়

বিসিসিআই-র হিসেব অনুযায়ী ৭০ কিংবা তার বেশি বিদেশি ক্রিকেটার এবারের আইপিএলে অংশ নিতে চলেছেন। প্রায় বারো জন এলিট প্যানেলের আম্পায়ার, ম্যাচ রেফারি, একাধিক ধারাভাষ্যকার, সাংবাদিক বিভিন্ন দেশ থেকে টুর্নামেন্ট উপলক্ষ্যে হাজির হবেন ভারতে। সেই সঙ্গে মাঠে খেলা দেখতে হাজির হবেন হাজার হাজার দর্শক।

করোনার প্রভাব

করোনার প্রভাব

নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। ভারতে ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী কী বললেন

মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী কী বললেন

এমন পরিস্থিতিতে দেশে আইপিএল আয়োজন কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে। বিষয়টি নিয়ে আললোচনা চলছে বলেও জানান তিনি।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

বিশ্ব জুড়ে করোনা যতটাই প্রভাব ফেলুক, ভারতে তা এখনও সেভাবে ছড়ায়নি বলে দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, আইপিএল হচ্ছে নির্ধারিত সময়ে। টুর্নামেন্টে চলাকালীন ক্রিকেটার ও দর্শকদের সবরকম সুরক্ষার আশ্বাসও দিয়েছেন মহারাজ। বলেছেন, কোনও ভয় নেই। বিসিসিআই সভাপতির কথায়, এই মুহূর্তে শ্রীলঙ্কায় ক্রিকেট খেলছে ইংল্যান্ড। ভারতে খেলতে আসেছে দক্ষিণ আফ্রিকা। তাদের যখন কোনও সমস্যা নেই, তখন আইপিএলও করোনামুক্ত থাকবে বলে মনে করেন মহারাজ। তাঁর বক্তব্য, আইপিএলের জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে বিসিসিআই। কী করা যায়, তা ঠিক করতে মেডিক্যাল দল ও বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

করমর্দন

করমর্দন

করোনা ভাইরাসের জন্য শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করছেন না ইংল্যান্ডের খেলোয়াড়রা। একই দৃশ্য দেখা যেতে পারে এবারের আইপিএলেও। সূত্রের খবর, বিসিসিআই-র তরফ থেকেই নাকি টুর্নামেন্টে অংশ নিতে চলা ক্রিকেটারদের খেলা শেষে করমর্দন না করার অনুরোধ করা হতে পারে।

মেয়েদের বিশ্বকাপ নিয়ে টুইট করে নেটিজেনদের ঠাট্টার মুখে সৌরভ, কিন্তু কেন?মেয়েদের বিশ্বকাপ নিয়ে টুইট করে নেটিজেনদের ঠাট্টার মুখে সৌরভ, কিন্তু কেন?

English summary
BCCI president Sourav Ganguly again assured fans about IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X