For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় কোপে আইপিএল: টুর্নামেন্ট কাটছাঁটের ভাবনা, কী বললেন সৌরভ

করোনায় কোপে আইপিএল: টুর্নামেন্ট কাটছাঁটের ভাবনা, কী বললেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

করোনার কোপে আইপিএল। গোটা বিশ্ব এখন করোনায় গ্রাসে। ইতিমধ্যে বিশ্বে ১ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। মৃত্যের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ভারতে মৃত্যুর সংখ্যা ২। কর্ণাটক, দিল্লিতে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের প্রভাব বাড়তে ইতিমধ্য়ে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে দেশের মাটিতে সবধরনের ক্রীড়া প্রতিযোগিতা রাতারাতি স্থগিত করার নির্দেশ নেওয়া হয়েছে। স্থগিত সম্ভব না হলে সেক্ষেত্রে ফাঁকা মাঠে ম্যাচ করানোর কথা বলা হয়েছে। কোপ পড়েছে আইপিএলও।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ১৫ এপ্রিল পর্যন্ত করোনার কারণে বিদেশিদের ভিসা দেওয়াও বন্ধ করেছে সরকার। ফলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ, সেই সঙ্গে মাঠে আসা ফ্যানেদের নিরাপত্তার কারণে আপাতত স্থগিত আইপিএল।

শেষ পর্যন্ত আইপিএল কী হবে

শেষ পর্যন্ত আইপিএল কী হবে

পুরোটাই করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি পাওয়ার উপর নির্ভর করছে। ইতিমধ্যেই দেশে মৃত্যের সংখ্য়া ৩। যারপর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে মুখে হ্যান্ড স্যানিটাইজার ও মুখে মাস্ক ব্যাবহার বাধ্যতামূলক জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ১৬ এপ্রিল থেকে আইপিএল নিশ্চিতভাবে শুরু হবে ধরে নেওয়া যায় না।

কী বললেন সৌরভ

কী বললেন সৌরভ

শনিবার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলির সঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায়, আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ছিলেন। সেই বৈঠক শেষ সৌরভ বলেন, 'কঠিন পরিস্থিতিতে আইপিএল হলেও তাতে কাটছাঁট হবে।'

১৫ দিন পর টুর্নামেন্ট শুরু

১৫ দিন পর টুর্নামেন্ট শুরু

২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথাা থাকলেও টুর্নামেন্ট ১৬ এপ্রিলের আগে শুরু হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে এই ১৫ দিনের ম্যাচ পরবর্তী সময়ে আদেও করা সম্ভব কিনা, দেখছে বিসিসিআই। তবে এদিন মুম্বইয়ের বৈঠক শেষে সৌরভ বলেছেন টুর্নামেন্টের ১৫ দিন চলে যাওয়ার কারণে ম্যাচ ও দিনসংখ্যা কমবে। তবে সেই নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

English summary
BCCI President Sourav Ganguly says IPL 2020 will be a cut short if it happens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X