For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

  • |
Google Oneindia Bengali News

হাড্ডাহাড্ডি ম্যাচে পাঞ্জাবকে ৪৮ রানে হারিয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। লো স্কোরিং ম্যাচে আরও একবার দুর্দান্ত বোলিং করলেন বাংলার স্পিনার শাহবাজ আহমেদ। মাত্র তিন দিনেই শেষ হয় চার দিনের ম্যাচ।

প্রথম ইনিংসে বাংলা

প্রথম ইনিংসে বাংলা

রঞ্জি ট্রফির এই গুরুত্বপূর্ণ ম্য়াচের প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে শেষ হয়ে যায় বাংলা। অভিমন্যু ইশ্বরণ শিবিরের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন মনোজ তিওয়ারি। পাঞ্জাবের হয়ে ৬ উইকেট নেন বিনয় চৌধুরী।

প্রথম ইনিংস পাঞ্জাব

প্রথম ইনিংস পাঞ্জাব

বাংলার বোলার শাহবাজ আহমেদ একাই নেন সাত উইকেট। ৩ উইকেট নেন আকাশদীপ। ১৫১ রানে শেষ হয়ে যায় পাঞ্জাবের প্রথম ইনিংস। হোম টিমের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন ওপেনার রোহন মারওয়াহা। ৪৪ রান করেন পাঞ্জাবের উইকেটরক্ষক আনমোল মালহোত্রা। প্রথম ইনিংসে ১৩ রানে এগিয়ে থাকে পাঞ্জাব।

বাংলার দ্বিতীয় ইনিংস

বাংলার দ্বিতীয় ইনিংস

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। ওপেনার কৌশিক ঘোষ ও অধিনায়ক অভিমন্যু ইশ্বরণ যথাক্রমে ১২ ও ৪ রান করে আউট হন। ১ রান করে আউট হন অভিষেক রমন। এরপর অভিজ্ঞ মনোজ তিওয়ারি ও অর্নব নন্দীর মধ্যে ১০৭ রানের পার্টনারশিপ হয়। ৬৫ রান করে আউট হন মনোজ। ৫১ করেন অর্নব।

ব্যাটিং বিপর্যয়

ব্যাটিং বিপর্যয়

মনোজ তিওয়ারি ও অর্নব নন্দী আউট হওয়ার পর ফের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় বাংলা। একে একে ফিরে যান অনুষ্টুপ মজুমদার (২৬), শ্রীবৎস্য গোস্বামী (২৪), শাহবাজ আহমেদ (৫) ও আকাশদীপ (০), ঋত্বিক চ্য়াটার্জি (৬), রমেশ প্রসাদ (৬)। ২০২ রানে অল আউট হয়ে যায় বাংলা। পাঞ্জাবের হয়ে ৬ উইকেট নিয়েছেন কিষাণ আলাংগ।

দুর্দান্ত কামব্য়াক

দুর্দান্ত কামব্য়াক

চতুর্থ ইনিংসে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নামা পাঞ্জাবকে প্রথম ধাক্কা দেন আকাশদীপ ও অর্নব নন্দী। ২ ও ০ রানে আউট হয়ে যান পাঞ্জাবের ওপেনার যথাক্রমে রোহন মারওয়াহা ও অভিজিৎ গর্গ। শরদ লুম্বাকে ৩ রানে ফিরিয়ে দেন আকাশদীপ। অধিনায়ক মনদীপ সিং-র (১৭) উইকেট নেন স্পিনার শাহবাজ আহমেদ। রমনদীপ সিং (৬৯) ছাড়া পাঞ্জাবের আর কোনও ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি।

দুর্দান্ত শাহবাজ

দুর্দান্ত শাহবাজ

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে সাত উইকেট নেন বাংলার স্পিনার শাহবাজ আহমেদ। দ্বিতীয় ইনিংসেও তিনি নেন চার উইকেট। বাংলার ব্যাটিং বিপর্যয় তিনি একা হাতে ঢেকে দিয়েছেন বলা চলে।

পয়েন্ট টেবিল

পয়েন্ট টেবিল

পাঞ্জাবকে হারিয়ে ৮ ম্যাচ খেলে ৩২ পয়েন্টে অবস্থান করছে বাংলা। কোনও অঘটন না ঘটলে মনোজ তিওয়ারিদের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলা প্রায় নিশ্চিত বলা চলে।

English summary
Bengal enters into the quter final by beating Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X