For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঈশানের বোলিংয়ে মুগ্ধ অরুণ লাল, বিরাটকেও বেকায়দার ফেলতে পারে, মনে করছেন কোচ

ঈশানের বোলিংয়ে মুগ্ধ অরুণ লাল, বিরাটকেও বেকায়দার ফেলতে পারে মনে করছেন কোচ

  • |
Google Oneindia Bengali News

ইডেনে কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট। প্রথম ইনিংসে পাঁচের পর দ্বিতীয় ইনিংসে আরও দুই উইকেট শিকার ঈশানের। তার চেয়েও বড় দ্বিতীয় ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ফর্মে থাকা লোকেশ রাহুলকে সুইংয়ে বিব্রত করে ০ রানে সাজঘরে ফেরান বাংলার চন্দননগরের ছেলে ঈশান পোড়েল। যারপর কর্ণাটকের ব্যাটিং ধরাশায়ী করে রঞ্জি ফাইনালে বাংলা।

কীভাবে আউট রাহুল

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ঈশানের ইনসুইং বুজে উঠার আগেই তা রাহুলের প্যাডে গিয়ে আছড়ে পড়ে। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন রাহুল। যারপর ম্যাচে জাঁকিয়ে বসে বাংলা। শেষ পর্যন্ত কর্ণাটককে ১৭৪ রানে হারিয়ে রঞ্জি ফাইনালে উঠেছে বাংলা দল।

ঈশানের বোলিং মুগ্ধ অরুণ

ঈশানের এমন আগুনে বোলিংয়ে মুগ্ধ অরুণ লাল। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলে ঈশান নজরে আসেন। যুব বিশ্বকাপের সেমিতে পাকিস্তানের বিরুদ্ধে ৪ ও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন। বিশ্বকাপের পর থেকে ঘরোয়া ক্রিকেটে ধমকেতুর মতো উত্থান ঈশানের। বাংলার কোচ অরুণ লাল মনে করছেন ঈশান খুব দ্রুত ঘরোয়া ক্রিকেটে উঠে এসেছে, বড় মঞ্চের জন্য় ঈশান এখন প্রস্তুত।

বিরাটকেও সমস্যায় ফেলতে পারেন ঈশান!

অরুণ লাল ঈশানের প্রশংসায় বলেছেন, 'ফর্মে থাকা রাহুলকে যেভাবে আউট করেছে, ওকে কৃতিত্ব দিতে হবে। নির্দিষ্ট একটি লাইন ধরে ক্রমাগত ব্যাটসম্যানদদের পরীক্ষা করে যাচ্ছে ঈশান। এভাবে বিরাট কোহলিকেও ঈশান বেকায়দায় ফেলতে পারে।'

প্রথম ইনিংসে ঈশানের পাঁচ শিকার

প্রথম ইনিংসে ঈশানের পাঁচ শিকার

কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে প্রথম ইনিংসে ঈশান ১৩ ওভারে ২টি মেডেন করে ৩৯ রান খরচে ৫ উইকেট তুলে নেন। এই বোলিংই বাংলাকে লড়াইয়ের ভিত গড়ে দেয়। দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমার ৬ উইকেট নিয়ে বাংলাকে ম্যাচ জেতান।ঈশান দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট নেন।

এছাড়া লিগ পর্বে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ঈশান ৪ উইকেট নিয়েছিলেন। টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকভাবে পারফর্ম্যান্স করে যাওয়ায় ২১ বছর বয়সী বঙ্গ পেসার জাতীয় দলের জন্য তৈরি মনে করছেন কোচ অরুণ লাল।

English summary
Bengal in ranji fianl, coach arun lal impressed says ishan porel can dismiss virat kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X