For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : বেগুনি টুপি জিততে পারেন, এমন বোলারদের তালিকায় ভারতের ৩

২০২০ আইপিএলে বেগুনি টুপি জিততে পারেন, এমন বোলারদের তালিকায় ভারতের ৩

  • |
Google Oneindia Bengali News

আইপিএল যতটা ব্য়াটসম্যানদের টুর্নামেন্ট, খেলায় ততটা প্রভাব বিস্তার করতে পারেন বোলাররাও। ইতিহাস সাক্ষী, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের ক্ষেত্রে বোলারদের ভূমিকা অনস্বীকার্য। চাপের মুহূর্তে সঠিক জায়গায় বল ফেলে কীভাবে ব্যাটসম্যানদের পরাস্ত করতে হয়, তা দেখিয়েছেন আইপিএল খেলতে আসা দেশ-বিদেশের বোলাররা। অন্যান্য বারের মতো ২০২০ আইপিএলে কোন কোন বোলার বেগুনি টুপি পাওয়ার ক্ষমতা রাখেন, তা দেখে নেওয়া যাক।

মহম্মদ শামি

মহম্মদ শামি

ভারতীয় দলে অনিয়মিত হলেও যখনই সুযোগ পান তখনই নিজের সেরাটা দেন পেসার মহম্মদ শামি। চোট সারিয়ে তিনি ইংল্যান্ডে, ভারতীয় দলের হয়ে ৫০ ওভারের বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। মাত্র ৪ ম্যাচ খেলে ১৪টি উইকেট নিয়েছিলেন। ২০১৯-এ সর্বাধিক ওয়ান ডে উইকেটও যায় শামির ঝুলিতে। ওই বছরই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করা বাংলার ফাস্ট বোলার এবারের আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়ে বেগুনি টুপি জেতার অন্যতম দাবিদার। আইপিএলে শামির রেকর্ড খুব একটা আহামরি না হলেও, এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে তিনি নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেন বলে ক্রিকেট প্রেমীদের বিশ্বাস।

জসপ্রীত বুমরাহ

জসপ্রীত বুমরাহ

আইপিএল থেকেই উত্থান হওয়া, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার ভারতের জসপ্রীত বুমরাহ টুর্নামেন্টের গত মরশুমেও ১৯টি উইকেট নিয়েছিলেন। টি-টোয়েন্টি স্পেশালিস্ট এই ভারতীয় বোলার চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে ঝকঝকে পারফরম্যান্স দেওয়া বুমরাহ, ২০২০ আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের এক্স ফ্যাক্টর হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারি হতে পারেন।

কাগিসো রাবাডা

কাগিসো রাবাডা

গত আইপিএলে চোট পেয়ে মাঝপথে ছিটকে যেতে হয়েছিল দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কাগিসো রাবাডাকে। তা না হলে টুর্নামেন্টের ওই সংস্করণে তিনিই সর্বাধিক উইকেট সংগ্রাহক হতেন। নিজের সেই অসম্পূর্ণ কাজ এবার সম্পূর্ণ করতে বদ্ধপরিকর ২৪ বছরের প্রোটিয়া ফাস্ট বোলার। বিশ্বের অন্যতম গতিশীল বোলার দিল্লি ক্যাপিটলসের জার্সিতে এবার বেগুনি টুপি জিততে পারেন বলে আশা ক্রিকেট প্রেমীদের।

দীপক চাহার

দীপক চাহার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করা ভারতীয় ফাস্ট বোলার দীপক চাহারের উত্থান আইপিএল থেকে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস, তাঁকে ডেথ ওভারে ব্যবহার করে সফলতা পান। মাপা সুইং-র পাশাপাশি যে কোনও পিচ থেকে অনায়াসে বাউন্সও পেয়ে যান দীপক। দেশের জার্সিতেও ঝকঝকে পারফরম্যান্স করা চাহার ২০২০ আইপিএলে সর্বাধিক উইকেট সংগ্রাহক হতে পারেন।

ইমরান তাহির

ইমরান তাহির

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন স্পিনার ইমরান তাহির, ২০১৯-র আইপিএলে বেগুনি টুপি জেতেন। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারও তিনি কামাল দেখাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

আইপিএল ২০২০: কেকেআরে খেলা কোন পাঁচ ক্রিকেটার সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেনআইপিএল ২০২০: কেকেআরে খেলা কোন পাঁচ ক্রিকেটার সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন

English summary
Bowlers who could win the purple cup in IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X